পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন মহসিনা আক্তার।
Published : 07 Nov 2024, 04:40 PM
নারীর এগিয়ে চলার গল্প নিয়ে 'স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ' মঞ্চে আনছে নতুন প্রযোজনা 'তবুও জেগে উঠি'।
বৃহস্পতিবার ঢাকার পান্থপথের মীর তাজ স্কয়ারের সপ্তম তলায় (দৃক ভবনের উল্টোপাশে) এ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নাট্যদলটি।
প্রথম প্রদর্শনী হবে রাত ৮ টায়, দ্বিতীয় প্রদর্শনী রাত ১০টায়। টিকেট মূল্য ৫০০ টাকা, ৩০০ টাকা ও ২০০ টাকা।
প্রায় দেড় মাস ধরে ১৫ জনের একটি দল নিবিড় পরিশ্রম করে তৈরি করেছে ৪৫ মিনিট ব্যপ্তির এই নাট্যপ্রযোজনা। পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন মহসিনা আক্তার।
'স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেক্টিভ' বলছে, থিয়েটারকে দর্শকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অদম্য ইচ্ছায় তারা এই নতুন প্রযোজনা মঞ্চে নিয়ে আসছে।
"জন্মের আদিলগ্ন থেকে নারীর সাথে আমাদের নাড়ির টান। শিশুকালের নির্মলতা নিয়ে সকলে একসাথে বড় হই আমরা, তবু একটু বয়স হলেই কারা যেন বারবার মনে করিয়ে দেয় নারী-পুরুষ আলাদা, ভিন্ন জাত।
"পুরষতান্ত্রিক ক্ষমতায়ন ব্যবস্থায় এরপর কোনোভাবেই আর একত্রে দাঁড়াতে দেওয়া হয় না নারীদের। স্বীকার করা হয় না তার কোনো অবদান। একত্রে অর্জিত মাইলফলক পেরোনোর পরমুহূর্তে সমাজের মনে হয় নারীর স্থান আড়ালে, সবার সামনে নয়, উঠেপড়ে ধেয়ে আসা হয় নারী সংস্কার যজ্ঞে," বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
সংগঠনটি বলছে, "নিপীড়নের যন্ত্রণার সাথে নারীর আজন্ম বসবাস। দলিতমথিত হয়ে প্রতিমুহূর্তে ভূলণ্ঠিত হওয়াই তার জীবন। তবুও, বারবার ঝাড় দেওয়া ঘরের কোণ থেকে যেমন করে ধুলো জেগে ওঠে, সতর্কবার্তা ছাড়াই শান্ত থমথমে বাতাস থেকে যেমন ঝড় জেগে ওঠে, তেমন করেই বারবার উঠে দাঁড়ায়, ঘুরে দাঁড়ায়, টেনে-হিঁচড়ে হলেও এগিয়ে যায় নারী।"
এই নাট্যপ্রযোজনায় নির্দেশনা সহযোগী হিসেবে আছেন শাহানাজ পারভীন জোনাকি। অভিনয় করছেন শারমিন আক্তার শর্মী, সিফাত নওরীণ বহ্নি, ফারিহা জান্নাত মিম, মরিয়ম রূপা, নাঈমা তাসনিম, রিয়াসাত সালেকিন ঋত্বিক, সাইফুল ইসলাম, রবি প্রারম্ভ, সালাউদ্দিন ইভান, মো. মেহেদী হাসান সোহান।
সমন্বয়ে আছেন ফারিহা জান্নাত মিম, মৈনাক কানুনগো, শাহানাজ পারভীন জোনাকি। শব্দ পরিকল্পনায় অনিরুদ্ধ অনু, মৈনাক কানুনগো। শব্দ প্রয়োগে আছেন মো. আশফাকুর রহমান চমক, অনিরুদ্ধ অনু, মৈনাক কানুনগো।