কানের ইতিহাসে দ্বিতীয়বারের মত কোনো নারী জুরিপ্রধানের দায়িত্ব পালন করবেন।
Published : 06 Feb 2025, 07:22 PM
আসন্ন ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের জুরিবোর্ডের সভাপতির দায়িত্ব পালন করবেন ফরাসি অভিনেত্রী জুলিয়েত বিঁয়োশ।
কানের ইতিহাসে দ্বিতীয়বারের মত কোনো নারী জুরিপ্রধানের দায়িত্ব পালন করবেন এবার। এর আগের বছর এই দায়িত্ব পালন করেছিলেন বার্বিখ্যাত নির্মাতা গ্রেটা গারউইগ।
ভ্যারাইটি লিখেছে, বিশ্ব চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র জুলিয়েত বিঁয়োশ। ফ্রান্সের অন্যতম সম্মানিত এই অভিনেত্রী কান চলচ্চিত্র উৎসবের জুরির সভাপতির দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। এ নিয়ে পরপর দুই বছর একজন নারী এই দায়িত্ব পালন করবেন।
কানে জুরি সভাপতির দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত বিঁয়োশ বলেন, "আমি জুরি সদস্যদের সঙ্গে এবং দর্শকদের সঙ্গে এই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য অপেক্ষায় আছি।"
কান উৎসবে প্রথম অংশগ্রহণের স্মৃতি তুলে ধরে এই অভিনেত্রী বলেন, "১৯৮৫ সালে আমি প্রথমবার কানের লাল গালিচায় পা রেখেছিলাম এক তরুণ অভিনেত্রী হিসেবে। সেসময় উচ্ছ্বাস আর অনিশ্চয়তার এক মিশ্র অনুভূতি ছিল আমার মধ্যে।
"কখনো ভাবিনি, ৪০ বছর পর এই উৎসবে আমি জুরি সভাপতির দায়িত্বে ফিরব। এটি আমার জন্য এক বিশাল সম্মান, দায়িত্ব এবং বিনম্রতার শিক্ষা।"
দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে ৭০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন বিঁয়োশ। তার প্রথম চলচ্চিত্র ছিল আন্দ্রে টেকিনের 'রঁদেভু'। সেই সিনেমাটি ১৯৮৫ সালে কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়।
এ কারণে বিঁয়োশ প্রায়ই বলে থাকেন, “আমি কান চলচ্চিত্র উৎসবেই জন্মেছি।”
বিঁয়োশ তার ক্যারিয়ারে মাইকেল হ্যানেক, ডেভিড ক্রোনেনবার্গ, অ্যান্টনি মিঙ্গেলা, আবেল ফেরারা, আব্বাস কিয়ারোস্তামি, অলিভিয়ে আসায়াস, লেওস ক্যারাক্স, ক্লেয়ার ডেনিস, আমোস গিতাই, নাওমি কাওয়াসে, হিরোকাজু কোরে-এডা, ক্রিশ্টোফ কিশ্লোভস্কিসহ বহু নামিদামি নির্মাতার সিনেমায় কাজ করেছেন।
তিনিই একমাত্র অভিনেত্রী, যিনি ইউরোপের প্রধান তিন উৎসব কান, ভেনিস ও বার্লিন; তিনটিতেই সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন।
২০১০ সালে আব্বাস কিয়ারোস্তামির 'সার্টিফায়েড কপি' সিনেমার জন্য কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার রয়েছে এর মধ্যে। এছাড়া ১৯৯৭ সালে 'দ্য ইংলিশ পেশেন্ট' সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর অস্কার পান তিনি।
বিঁয়োশ সর্বশেষ ২০২৩ সালে কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন, যেখানে আং হুং ট্রান পরিচালিত 'দ্য টেস্ট অব থিংস' সিনেমাটি সেরা পরিচালকের পুরস্কার জিতেছিল।
সম্প্রতি ইউরোপিয়ান ফিল্ম একাডেমির সভাপতি নির্বাচিত হয়েছেন বিঁয়োশ। সিনেমার বাইরেও তিনি নজর কেড়েছেন একাধিক টেলিভিশনের সিরিজে।
আগামী ১৩ থেকে ২৪ মে পর্যন্ত চলবে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। অংশগ্রহণের জন্য নিবন্ধনের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। কান উৎসবের পরিচালক থিঁয়োরি ফ্রেমো ও তার নির্বাচনি কমিটি এপ্রিলের মাঝামাঝি সময়ে বিভিন্ন শাখায় নির্বাচিত সিনেমার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করবে।