“আমি বুঝতে পারছি, এসব খবর কেন হয়। কারণ আপনাদের প্রতিবেদন লিখতে হয়।”
Published : 15 Aug 2024, 05:14 PM
ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে সংসার ভাঙার গুঞ্জনে ‘অতিষ্ঠ’ অভিষেক বচ্চন দায় চাপিয়েছেন সাংবাদিকদের ওপরে।
বলিউডের অন্যতম সুখী দম্পতি হিসেবে নাম ছিল অভিষেক ও ঐশ্বরিয়ার। ২০০৭ সালে বিয়ে করে সংসার জীবন শুরু করেছিলেন তারা। কিন্তু এই দম্পতির সংসার ভাঙার খবর আসছে গত বছরের শেষ দিক থেকে।
এই দম্পতি যে বিচ্ছেদের দুয়ারে পৌঁছে গেছে, তা প্রমাণ করতে কিছুদিন পরপরই ভারতের সংবাদমাধ্যম নানা ধরনের ঘটনা ও তথ্য তুলে ধরছে।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, সম্প্রতি বলিউডইউকে মিডিয়া ডটকমকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেন বচ্চনপুত্র।
আঙুলে পরা বিয়ের আংটি দেখিয়ে অভিষেক বলেন, “এই দেখুন, আমি এখনো বিবাহিত। আমার সত্যিই কিছু বলার নেই। আমি বুঝতে পারছি, এসব খবর কেন হয়। কারণ আপনাদের প্রতিবেদন লিখতে হয়। ঠিক আছে। আমাদের এসব নিয়ে চলতে হয়। কারণ আমরা তারকা।”
অভিষেক-ঐশ্বরিয়ার সাংসার ভাঙার খবরাখবর মাঝে থিতিয়ে এলেও ফের ডালপালা মেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানকে ঘিরে।
আম্বানিদের বিয়ে বাড়িতে সপরিবার গিয়েছিলেন অমিতাভ বচ্চন। ছেলে অভিষেক বচ্চন, মেয়ে শ্বেতা বচ্চন নন্দা এবং তার মেয়ে নব্যা নন্দাসহ পুরো পরিবার একসঙ্গে হাজির ছিলেন।
অন্যদিকে ঐশ্বরিয়া রাই বচ্চন মেয়েকে নিয়ে হাজির হন আলাদাভাবে। অনুষ্ঠানে স্বামী অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়াকে একবার কথা বলতে দেখা গেলেও বচ্চন পরিবারের অন্যদের সঙ্গে স্পষ্ট দূরত্ব বজায় রেখে চলেন তিনি।
২০০৬ সালে মুক্তি পাওয়া ‘উমরাও জান’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন অভিষেক-ঐশ্বরিয়া। তখন থেকেই শুরু এই জুটির বাস্তব জীবনের ভালোবাসার গল্প।
একসঙ্গে কাজ করতে গিয়ে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ায় মুগ্ধ হয়েছিলেন অভিষেক। দুই অভিনয় শিল্পীর প্রেমের কথা জানাজানি হলে ছেলের সঙ্গে বিয়ে দিয়ে ঐশ্বরিয়াকে পুত্রবধূ করে নেন অমিতাভ ও জয়া বচ্চন।
২০১৮ সালে এই তারকা দম্পতিকে নিয়ে বিচ্ছেদের খবর ছড়ালে, সোশাল মিডিয়ায় পোস্ট দিয়ে অভিষেক বলছিলেন, “বিচ্ছেদের খবরটি মিথ্যা। আমরা একসঙ্গেই আছি।"
এবারকার ঘটনার সূত্রপাত হয় গত বছরের প্যারিস ফ্যাশন উইক থেকে। সেখানে ঐশ্বরিয়ার পাশাপাশি শ্বেতা বচ্চানের মেয়ে নভ্যা নাভেলি নন্দা উপস্থিত থাকলেও, একে অপরকে এড়িয়ে যান তারা।
গত বছরের নভেম্বর থেকে ঐশ্বরিয়া তার মেয়ে আরাধিয়া বচ্চনকে নিয়ে বাবার বাড়িতে থাকছেন। ওই সময় থেকে সোশাল মিডিয়ায় অভিষেককে নিয়ে কোনো ছবি দেন না ঐশ্বরিয়া। পোস্ট করছেন কেবল নিজের বাবা-মায়ের সঙ্গে তোলা ছবি।
মুম্বাইয়ে সিনেমা সংশ্লিষ্ট কোনো অনুষ্ঠান বা অন্য যে কোনো আয়োজনে বচ্চন পরিবারের সদস্যদের এবং ঐশ্বরিয়াকে নিয়মিত পাওয়া গেলেও, তাদেরকে এক সঙ্গে বসতে বা কথা বলতে দেখা যায় না।