এর আগে ২০১৯ সালে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক মামলাতেও এই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
Published : 31 May 2024, 11:41 AM
রেশন দুর্নীতির মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আর অভিনেত্রী বলছেন, ইডির পক্ষ থেকে কোনো চিঠি তিনি পাননি।
আনন্দবাজারকে ইডি জানিয়েছে, আগামী ৫ জুন ইডির দপ্তরে ঋতুপর্ণাকে জিজ্ঞাসাবাদে হাজির হতে বলা হয়েছে।
কলকাতার বাংলা এই দৈনিককে ঋতুপর্ণা বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না। রেশন দুর্নীতি কী, সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আচমকাই এই খবর পেলাম। আমার কলকাতার বাড়িতেও কোনও চিঠি আসেনি।”
এর আগে ২০১৯ সালে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক মামলাতেও এই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
আগামী ৭ জুন মুক্তি পাচ্ছে ঋতুপর্ণা এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত নতুন সিনেমা 'অযোগ্য'। কৌশিক গাঙ্গুলি পরিচালিত সিনেমাটি এই দুই অভিনয় শিল্পীর জুটি বাঁধা ৫০তম কাজ হওয়ায়, সিনেমাটিকে তাদের ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে।
নতুন সিনেমা মুক্তি আগে ইডির তলবের ঘটনা নিজের জন্য 'সম্মানহানি' বলে মনে করছেন ঋতুপর্ণা।
তিনি বলেন, “সামনে নতুন সিনেমা আসছে। তার মাঝে এই খবর। আমার সম্মানহানি হল। একজন অভিনেত্রী, যিনি সারা জীবন পরিশ্রম করে চলেছেন, তার সম্পর্কে হঠাৎ এমন বলে দেওয়া কিন্তু অন্যায়!”
ঋতুপর্ণা নিশ্চিত, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
কিন্তু ইডির ডাকে যাবেন কি প্রশ্নে বলেন, “আইনজীবীর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেব।”
রেশন দুর্নীতি মামলায় ইতোমধ্যে পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমানসহ কয়েক জননেতা ও তাদের ঘনিষ্ঠদের ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে ইডি।