জরুরি বিশেষ সভায় আগের কমিটি ভাঙা হয়নি, তবে তারা বড় কোনো সিদ্ধান্ত নিতে পারবে না।
Published : 19 Sep 2024, 01:35 AM
টিভি নাটকের অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের বর্তমান কমিটিকে ‘নিষ্ক্রিয়’ করে সংগঠনে সংস্কার চালানোর পদক্ষেপ নেওয়া হয়েছে; যেজন্য অভিনেতা তারিক আনাম খানের ওপর ভরসা রেখেছেন শিল্পীরা।
সংস্কারের মাধ্যমে সংগঠনের নতুন নির্বাচন করা এবং বর্তমান কমিটিকে যেকোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখতে এ ’অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’ কাজ করবে বলে অভিনেতা-অভিনেত্রীরা সিদ্ধান্ত নিয়েছেন।
বুধবার শিল্পী সংঘের সদস্য ও অন্য শিল্পীদের উপস্থিতিতে বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে গ্লিটজকে জানিয়েছেন সংগঠনের বর্তমান সভাপতি আহসান হাবিব নাসিম।
তিনি বলেন,"শিল্পীদের নানা অভিযোগ ও দাবির পরিপ্রেক্ষিতে সবার সব কথা শুনে তারিক আনাম খানকে প্রধান করে 'অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি' নামে একটা নতুন কমিটি গঠন করা হয়েছে। শিল্পীদের নিয়ে তিনি আগামী চার মাস কমিটিতে থাকবেন এবং সংস্কারের জন্য কাজ করবেন।
"বর্তমান কমিটির সময়সীমা আরও প্রায় পাঁচ মাসের মত আছে, এর মধ্যেই নির্দিষ্ট একটা সময় দেখে নির্বাচনের ঘোষণা করা হবে।”
তবে ২১ সদস্যের বর্তমান কমিটির কেউ এখন পদত্যাগ করবে না জানিয়ে তিনি বলেন, মেয়াদের বাকি সময় তারা দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। বড় কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। সেটা শুধু নতুন কমিটির প্রধানই নিতে পারবেন।
নাসিম বলেন, বৃহস্পতিবার থেকেই তারিক আনাম খান অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটির দায়িত্ব পালন করবেন।
সংগঠনের সদস্যরা বলেন, সংস্কারকামী শিল্পীদের সংস্কারের যেসব দাবি ছিল সেগুলো নির্বাচনের পর নতুন কমিটি দেখভাল করবে।
তদের দাবির মধ্যে রয়েছে- অভিনয়কে রাষ্ট্রীয়ভাবে পেশা হিসেবে স্বীকৃতি এবং অন্তর্ভুক্ত করার জন্য পদক্ষেপ গ্রহণ, কর্মপরিকল্পনা বাস্তবায়ন, নতুন করে রেজিস্ট্রেশন সিস্টেম চালু, তিন ধরনের কোর্সের ভিত্তিতে ইন্ডাস্ট্রিতে অভিনয়ের যাত্রা শুরু করা, পেশাদার কার্ডের সুযোগ সুবিধা নিশ্চিত করা, রিফর্মেশন অ্যাক্ট চালু, অভিনয়শিল্পীদের কাজের সুষ্ঠু, নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা, শিফট সিস্টেম, ওভারটাইম চার্জ, ডেট ক্যান্সেলশন চার্জ চালু, নূন্যতম পারিশ্রমিক নির্ধারণ।