ড্যানি বয়েল পরিচালিত অস্কারজয়ী ছবি ‘স্লামডগ মিলিওনেয়ার’ সিনেমায় রিয়্যালিটি শোয়ের সঞ্চালকের ভূমিকায় অভিনয় করেছিলেন অনিল।
Published : 08 Jun 2024, 07:44 PM
ভারতের রিয়েলিটি শো 'বিগ বস' আর সালামন খান যেন পরস্পরের অবিচ্ছেদ্য অংশ। দর্শক বা প্রতিযোগী, অনুষ্ঠান কর্তৃপক্ষ এবং সালমানের নিজের কাছেও এই অনুষ্ঠানে তার উপস্থিতি স্বাচ্ছন্দ্যের। টেলিভিশন ছাড়া ওটিটির পর্দায় আসা বিগ বসেও সঞ্চালক হয়েছেন সালমান। কিন্তু এবার ওটিটিতে এর তৃতীয় মৌসুমে সঞ্চালক হিসেবে সালমানকে দেখা যাবে না।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, এবার সালমানের পরিবর্তে এই অনুষ্ঠান সঞ্চালনা করবেন অভিনেতা অনিল কাপুর। নির্মাতাদের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। সোশাল মিডিয়ায় সঞ্চালক হিসেবে অনিল কাপুরের ছবিও প্রকাশ করা হয়েছে।
তবে ওটিটিতে ‘বিগ বস' এর প্রথম মৌসুমেও সালমান ছিলেন না। তখন এই দায়িত্বটি পালন করেছিলেন তারই বন্ধু বলিউডের নির্মাতা প্রযোজক করণ জোহর।
এর আগে ড্যানি বয়েল পরিচালিত অস্কারজয়ী সিনেমা ‘স্লামডগ মিলিওনেয়ার’ সিনেমায় রিয়েলিটি শোয়ের সঞ্চালকের ভূমিকায় অভিনয় করেছিলেন অনিল। এবার বাস্তবে এই প্রথম অনিল কোনো রিয়েলিটি শো সঞ্চালনা করতে চলেছেন।
এই প্রসঙ্গে অনিল বলেন, “ওটিটিতে বিগ বস এবং আমি যেন একটা স্বপ্নের দল। দুজনেই তরুণ। কারণ মানুষ বলেন, আমার নাকি বয়স কমছে।”
তিনি আরও বলেন, “আমার কাছে বিষয়টা অনেকটা প্রথম স্কুলে যাওয়ার মত মনে হচ্ছে। নতুন একটা কাজ। আমার সব কাজেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। বিগ বসের ক্ষেত্রেও তার অন্যথা হবে না।”
এসএসএস