দিল্লিতে শুরু হয়েছে ‘রাজ কাপুর হানড্রেট ফিল্ম ফেস্টিভাল’।
Published : 13 Dec 2024, 08:06 PM
ভারতীয় হিন্দি সিনেমার অভিনেতা-পরিচালক-প্রযোজক-এই তিনের সমাহার রাজ কাপুরের জন্মশতবার্ষিকী উপলক্ষে দিল্লিতে শুরু হতে চলেছে কাপুর চলচ্চিত্র উৎসব। সেই উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন রাজ কাপুরের পুত্রবধূ, নাতি-নাতবৌ, নাতনী-নাতজামাই এবং তাদের ছানারাও।
সংবাদ প্রতিদিন লিখেছে, রাজকাপুরের জন্মশতবার্ষিকী শনিবার। সেই উপলক্ষে দিল্লিতে একদিন আগে থেকে শুক্রবার শুরু হয়েছে ‘রাজ কাপুর হানড্রেট ফিল্ম ফেস্টিভাল’।
কাপুর পরিবারের নবীন এবং প্রবীণ প্রজন্মের সদস্যরা চাইছেন ওই চলচ্চিত্র উৎসবে প্রধানমন্দ্রী মোদী যেন যোগ দেন।
সেখানে কাপুর পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কারিনা কাপুর-সাইফ আলী খান, রাণবীর কাপুর-আলিয়া ভাট, করিশমা কাপুর, ঋধিমা কাপুর সাহানি, নীতু কাপুর, রিমা জৈন এবং তার ছেলে আদর জৈন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠান শেষে কারিনা, রাণবীররা যেসব ছবি এবং পোস্ট সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন, তাতে ওই দেখা সাক্ষাতের সময়টি যে বেশ আন্তরিক পরিবেশেই হয়েছে, তার ছাপ স্পষ্ট।
কারিনা ইনস্টাগ্রামে মোদীর সঙ্গে পরিবারের সদস্যদের গ্রুপ ছবি পোস্ট করে প্রধানমন্ত্রীকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কারিনা বলেন, “আপনার উষ্ণ অভ্যর্থনায় আমরা আপ্লুত। এ বছর ঠাকুরদার (রাজ কাপুর) শততম জন্মবর্ষিকী উদযাপন করছি আমরা। তার চিন্তাভাবনা, ভারতীয় সিনেমায় তার অবদান আমাদের অনুপ্রাণিত করছে প্রজন্মের পর প্রজন্ম ধরে, ভবিষ্যতেও করবে। তার অভিনীত সিনেমাগুলিকে নিয়ে এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হচ্ছে, আমরা গর্বিত।’’
মোদীর কাছ থেকে দুই ছেলে তৈমুর ও জেহর জন্য অটোগ্রাফও নেন কারিনা।
কারিনা আরো বলেছেন, তার মনে হয়েছে কোনো ‘আপনজনের’ সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তারা।
রাণবীর বলেন,“মোদীজি খুবই আন্তরিকতার সঙ্গে কথা বলেছেন আমাদের সঙ্গে। আমরা শুরুতে ভয়ে ভয়ে ছিলাম। তবে অল্প সময়ের মধ্যেই আমরা হালকা বোধ করি। অসংখ্য ধন্যবাদ মোদীজিকে।”
ঋষি কাপুর-নীতু কাপুরের মেয়ে এবং রাণবীরের বোন ঋদ্ধিমা কাপুর মোদীর সঙ্গে ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।
ঋদ্ধিমা বলেন, “প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতায় মন ভরে গেছে।”