নেটফ্লিক্সে এসেছে কোরীয় থ্রিলার ড্রামা 'নো ওয়ে আউট: দ্য রুলেট'।
Published : 04 Aug 2024, 03:36 PM
ভারতের দক্ষিণী সিনেমার পরিচালক এস এস রাজামৌলীকে নিয়ে নির্মিত 'মডার্ন মাস্টার্স: এস এস রাজামৌলী' শিরোনামের তথ্যচিত্রটি এসে গেছে নেটফ্লিক্সে। এছাড়া কোরীয় থ্রিলার ড্রামা 'নো ওয়ে আউট: দ্য রুলেট'ও দেখা যাচ্ছে ডিজনি প্লাস হটস্টারে।
এই দুই তথ্যচিত্র এবং ড্রামার মত আরও কিছু সিরিজ, সিনেমা দেখা যাচ্ছে চলতি সপ্তাহে ওটিটির পর্দায়। চলতি সপ্তাহের ওটিটির জগতের খোঁজ তুলে ধরেছে গ্লিটজ।
কোরিয়ান ড্রামা 'নো ওয়ে আউট: দ্য রুলেট'
রহস্যময় গল্পের থ্রিলার ড্রামা 'নো ওয়ে আউট: দ্য রুলেট'। এটি পরিচালনা করেছেন কোরীয়ান পরিচালক চোই কুক-হি। ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে দেখা যাচ্ছে এই কোরিয়ান ড্রামাটি। এই নাটকের গল্পে দেখানো হয়েছে ১৩ বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন নাটকের প্রধান চরিত্র কিম গুখো। জেল জীবন থেকে বেরিয়েও শান্তি পান না গুখো। তাকে খুন করার জন্য হন্যে হয়ে ওঠে কয়েক পক্ষ। এরপর তাকে রক্ষাকারী ও হামলাকারীদের মধ্যে শুরু হয় এক ঝামেলা। এই নাটকে অভিনয় করেছেন গ্রেগ হু, লি কওাং সো, চো জিন-উওং, কিম মু-ইওলসহ অনেকে।
তথ্যচিত্র 'মডার্ন মাস্টার্স: এস এস রাজামৌলী' দেখাচ্ছে নেটফ্লিক্স
ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির পরিচালক এস এস রাজামৌলীকে নিয়ে তৈরি হয়েছে 'মডার্ন মাস্টার্স: এস এস রাজামৌলী' তথ্যচিত্রটি। তার পরিচালক হওয়ার পথের যাত্রা এবং ব্লকবাস্টার ‘বাহুবলি’ ও ‘আরআরআর’ সিনেমা বানানোর পেছনের গল্প তুলে ধরেছে এই তথ্যচিত্রটি। শুক্রবার থেকে নেটফ্লিক্সে 'মডার্ন মাস্টার্স: এস এস রাজামৌলী' দেখা যাচ্ছে। এই তথ্যচিত্রে রাজামৌলী ও তার কাজ নিয়ে নিজেদের বক্তব্য জানিয়েছে জেমস ক্যামেরন, জো রুশোসহ আরো অনেক পরিচালক। রয়েছে দক্ষিণী সিনেমার অভিনেতা প্রভাস, এনটিআর জুনিয়র, রানা দগ্গুবতি, রামচরণসহ কয়েকজনের সাক্ষাৎকার।
কৃষ্ণানের ওটিটি-যাত্রা শুরু
ক্রাইম বা থ্রিলারপ্রেমীদের অপেক্ষা ছিল ‘বৃন্দা’ নামের তেলেগু ওয়েব সিরিজ নিয়ে। অপেক্ষা ঘুচেছে , ওটিটি প্ল্যাটফর্ম ‘সনি লাইভ’ প্রচার করছে ‘বৃন্দা’। এতে অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান, রবীন্দ্র বিজয় এবং ইন্দ্রজিৎ সুকুমারন। এই সিরিজ দিয়ে ওটিটিতে আত্মপ্রকাশ হল অভিনেত্রী কৃষ্ণানের। তদন্তকারী একজন পুলিশ অফিসারের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘বৃন্দা’।
'কিংডম অব দ্য প্ল্যানেট অব দ্য এপস' হটস্টারে
'ডিজনি প্লাস হটস্টারে’ শুক্রবার এসেছে ‘প্ল্যানেট অব দ্য এপস’ সিরিজের চতুর্থ সিনেমা 'কিংডম অব দ্য প্ল্যানেট অব দ্য এপস'। সায়েন্স ফিকশন ও অ্যাকশন ধাঁচের মিশেলের এই সিনেমায় অভিনয় করেছেন ওয়েগ টিগ, ফ্রেয়া অ্যালান, কেভিন ডুরান্ড, পিটার ম্যাকন। এখানে এই সিরিজের অন্যতম চরিত্র সিজারের মৃত্যুর কয়েক প্রজন্মের পর থেকে সিনেমার গল্প শুরু হয়। বানরেরা তত দিনে পৃথিবীর শক্তিশালী প্রজাতিতে পরিণত হয়েছে। মানুষেরা হয়ে গেছে হিংস্র। এ পরিস্থিতিতে নোয়া নামের এক ছোট শিম্পাঞ্জি, তার সঙ্গী সুনা ও আনায়াকে সঙ্গে নিয়ে বিপজ্জনক অভিজ্ঞতার মুখোমুখি হয়।
নেটফ্লিক্সে 'সেভিং বিকিনি বটম: দ্য স্যান্ডি চিকস মুভি'
শুক্রবার থেকে নেটফ্লিক্সে চলছে অ্যানিমেশন সিনেমা 'সেভিং বিকিনি বটম: দ্য স্যান্ডি চিকস মুভি'। টেক্সাসের একটি গ্যাংয়ের দুঃসাহসিক যাত্রা নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।