নাটকটি প্রচার হবে সপ্তাহে তিনদিন রাত ১০ টায়।
Published : 23 Jan 2025, 05:10 PM
আরটিভিতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক 'ইউনাইটেড স্টেট অব বরিশাল'।
দুই অঞ্চলের মানুষের গল্পে একগুচ্ছ অভিনয়শিল্পীকে নিয়ে নাটকটি নির্মাণ করেছেন মাইদুল রাকিব।
এক বিজ্ঞপ্তিতে আরটিভি জানিয়েছে, মঙ্গলবার থেকে শুরু হওয়া নাটকটি প্রচার হবে সপ্তাহে তিনদিন; মঙ্গলবার থেকে বৃহস্পতিবার রাত ১০টায় দেখা যাবে নাটকটি।
মাইদুল রাকিব ও সিফাত হোসেনের রচনায় নাটকে অভিনয় করেছেন মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, শিবা শানু, মুকিত জাকারিয়া, চাষী আলম, মিহি আহসান,যাহের আলভী, সেমন্তি সৌমী, সাদ্দাম মাল, সিয়াম নাসির, পাভেল, তানজীম অনিকসহ অনেকে।
নাটকের গল্প নিয়ে পরিচালক মাইদুল রাকিব বলেন, "অস্তিত্ব সংকটে ভুগছে পুরান ঢাকার স্থানীয় মানুষজন। কারণ, পুরান ঢাকার এক এলাকায় বরিশাল অঞ্চলের মানুষজন ভরে গেছে। সেখানে আগে ছিল পুরান ঢাকার জুম্মন কসাই, এখন বরিশালের বেলাল কসাই। এমন করে বিরিয়ানির দোকান, বাকরখানির দোকান সব কিছুই বরিশালের মানুষের দখলে যাচ্ছে।"
রাকিব বলেন, "সেই এলাকায় দুই পক্ষের প্রভাব খাটানোর ঝামেলা নিয়েই তৈরি হয়েছে এই গল্প। যেখানে নির্বাচন, রাস্তা দখল, প্রেম সব কিছু নিয়েই ঝামেলা হতে থাকে। এমনই হাস্যরসাত্মক গল্পের এই ধারাবাহিকটি সবার ভালো লাগবে বলে আশা করছি।"