“আমার কণ্ঠে অসংখ্য দুর্বলতা আছে, তারপরও যদি গানটি মানুষ শুনে তাহলে ভালো লাগবে।"
Published : 15 Nov 2024, 11:36 AM
ফোয়াদ নাসের বাবুর সঙ্গে 'ফিডব্যাক' ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও সংগীত পরিচালনা-এই তকমাদুটো বেশি পরিচিত। গানের জগতের এই মানুষটির গাইয়ে হিসেবে বরং পরিচিত কম। এবার ছক ভেঙে প্রথমবারের মত দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন এই পরিচালক।
‘ভালবাসা ব্যথা পেলে’ শিরোনামের গানটি ‘গান জানালা’ নামের ইউটিউব চ্যানেলে প্রচার হয়েছে। গানটিতে বাবুর সহশিল্পী হয়েছেন সাঈদা শম্পা।
গানের কথা লিখেছেন গোলাম মোর্শেদ। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীতায়োজন করেছেন বাবু নিজেই।
তিনি গ্লিটজকে বলেন,"আমি তো গায়ক নই, আমি মিউজিশিয়ান। গীতিকার গোলাম মোর্শেদ ভাইয়ের অনুরোধে কাজটি করতে হল। গানের সুর করে মোর্শেদ ভাইকে পাঠিয়েছিলাম একজন কণ্ঠশিল্পী বের করতে। উনি এসে আমাকে দিয়েই কাজটি করালেন।“
নিজের সমালোচনা শোনা গেল বাবুর কথায়।
"এখন আমি যেহেতু সঙ্গীত পরিচালক আমি নিজেই নিজেকে বিচার করতে পারব আমি কতটা ভালো গেয়েছি। আমার কণ্ঠে অসংখ্য দুর্বলতা আছে। তারপরও যদি গানটি মানুষ শুনে তাহলে ভালো লাগবে।"
এই সংগীত পরিচালক বলেন, "এর আগে যে কয়েকটা গান করেছি তাও ব্যান্ডের অ্যালবামগুলোতে। নাম থাকার জন্য গাওয়া বা অংশগ্রহণমূলক গান সেসব ছিল। এই ভাবে দ্বৈত কণ্ঠে প্রথম গান গাওয়া।
“অনেক দ্বিধায় ছিলাম, অস্বস্তি হচ্ছিল। শেষ মুহুর্তেও গাইতে চাচ্ছিলাম না। মোর্শেদ ভাইয়ের কারণেই গাওয়া। ”
সহশিল্পী শম্পার গায়কীর প্রশংসা করেছেন বাবু।
গীতিকার গোলাম মোর্শেদ বলেন, "শম্পা এবং বাবু ভাই দুজনই দারুণ গেয়েছেন গানটি। এটি একটি ইতিহাস হয়ে থাকবে। এত সুদীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার বাবু ভাই আমার লেখায় দ্বৈত গান করেছেন। এটি আমার জন্য সত্যি আনন্দের।"
ব্যান্ড পরিচালনার পাশাপাশি সংগীত পরিচালক হিসেবে পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করে চলেছেন বাবু।
ব্যান্ডের পাশাপাশি তিনি বিজ্ঞাপন চিত্রের সংগীত, নাটকের আবহসংগীত, অডিও ও চলচ্চিত্রে সংগীত পরিচালক হিসেবে কাজ করছেন।