আলিয়াকে বলতে শোনা গেছে, “আমি এখন আর কেবল আলিয়া ভাট নই, আমার নাম আলিয়া ভাট কাপুর।“
Published : 18 Sep 2024, 03:18 PM
বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারের পুত্রবধূ হওয়ার দুবছর পর নায়িকা আলিয়া ভাট জানিয়েছেন, শ্বশুরবাড়ির পদবি নিজের নামের সঙ্গে জুড়েছেন তিনি।
অর্থাৎ প্রযোজক মহেশ ভাট কন্যার বর্তমান অফিসিয়াল নাম দাঁড়িয়েছে আলিয়া ভাট কাপুর।
নিউজ ১৮ লিখেছে, নাম পরিবর্তনের এই তথ্য আলিয়া নিজেই জানিয়েছে মুম্বাইয়ে কপিল শর্মার এক অনুষ্ঠানে। তার নতুন সিনেমা জিগরার প্রচার কাজে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ নামের ওই অনুষ্ঠানে গিয়েছিলেন আলিয়া।
ওই শোয়ের প্রমোর যে ঝলক সোশাল মিডিয়ায় এসেছে, সেখানে আলিয়াকে বলতে শোনা গেছে, “আমি এখন আর কেবল আলিয়া ভাট নই, আমার নাম আলিয়া ভাট কাপুর।“
কবে কখন তিনি কাপুর পদবি যোগ করেছেন সে বিষয়ে বিস্তারিত জানা যাবে শো প্রচারের পর।
ইদানিং বলিউডি নায়িকাদের বিয়ের পর তাদের নামের সঙ্গে স্বামীর নামের একাংশ বা শ্বশুরবাড়ির পদবি যোগ করার নজির কম।
যেমন দীপিকা পাড়ুকোনকে বিয়ের আগে জিজ্ঞাসা করা হয়েছিল, সংসার শুরুর পর রাণবীর সিংয়ের পদবি তিনি তার নামের সঙ্গে যোগ করবেন কি না।
উত্তরে নায়িকা বলেছিলেন, রাণবীর চাইলে সেটা হতেই পারে। কিন্তু বাস্তবে দেখা গেছে নামধাম বদলাননি দীপিকা।
অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলির বিয়ের সাত বছর হতে যাচ্ছে। কিন্তু নিজের নামের সঙ্গে কোহলি যোগ করেননি আনুশকা।
অনেকেই ভেবেছিলেন, বিয়ের পরে টুইঙ্কেল খান্নার নাম বদলে টুইঙ্কেল কুমার হবে। কিন্তু তা হয়নি। এই প্রসঙ্গে একটি অনুষ্ঠানে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, “বিয়ে করলই ব্র্যান্ড বদলে যায় না।”
সিদ্ধার্থ রায় কাপুরকে বিয়ের পর অভিনেত্রী বিদ্যা বালানের নাম পরিবর্তন হয়ে বিদ্যা সিদ্ধার্থ রায় কাপুর হবে বলে শোনা গিয়েছিল।
কিন্তু অভিনেত্রী পরে বলেন, “আমি বিদ্যা বালানই থাকব। সিদ্ধার্থ এবং আমি দুজনেই মনে করি, ওর নাম যেহেতু বদলাচ্ছে না, আমারটাও বদলানো উচিত নয়।“
প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করে নায়িকা রানি মুখার্জিও তার নামের সঙ্গে চোপড়া যোগ করেননি। শুরু থেকেই তাকে দর্শক চিনে আসছে রানি মুখার্জি নামেই।
আবার অন্য উদাহরণও আছে। সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বিয়ের পর বচ্চন পদবি যোগ করে পরিচিত হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন হিসেবে।
১৯৯৯ সালে যুক্তরাষ্ট্র প্রবাসী চিকিৎসক শ্রীরাম মাধব নেনেকে বিয়ে করেন মাধুরী দীক্ষিত কাগজেকলমে বনে যান মাধুরী দীক্ষিত নেনে।
মুম্বাইয়ের পতৌদি নবাব পরিবারের পুত্রবধূ হওয়ার পর মুসলিম ধর্মে দীক্ষিত না হলেও কারিনা কাপুরের বর্তমান নাম কারিনা কাপুর খান ।