বাংলাদেশের গুলশান হামলা নিয়ে বলিউডি সিনেমা ‘ফারাজ’র ট্রেইলার প্রকাশ পেয়েছে। সশস্ত্র জঙ্গিদের সামনে নিরস্ত্র ফারাজের অসম সাহসিকতায় দাঁড়ানো এই সিনেমার উপজীব্য। হানসাল মেহতার এই সিনেমায় ফারাজের চরিত্র রূপায়ন করেছেন শশী কাপুরের নাতি জাহান। আগামী ৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।
বলিউডে নবাগতদের অনেকেরই ইচ্ছে থাকে, তার অভিষেক হোক রোমান্টিক সিনেমা দিয়ে। কিন্তু তানিশা সন্তোষী অন্য পথে হাঁটলেন। ‘গান্ধী গডসে: এক যুদ্ধ’ সিনেমা দিয়ে অভিষেক হওয়া এই নায়িকার ভাষ্য, শুধু ‘সুষমা’ চরিত্রট ...