বাংলাদেশের গুলশান হামলা নিয়ে বলিউডি সিনেমা ‘ফারাজ’র ট্রেইলার প্রকাশ পেয়েছে। সশস্ত্র জঙ্গিদের সামনে নিরস্ত্র ফারাজের অসম সাহসিকতায় দাঁড়ানো এই সিনেমার উপজীব্য। হানসাল মেহতার এই সিনেমায় ফারাজের চরিত্র রূপায়ন করেছেন শশী কাপুরের নাতি জাহান। আগামী ৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।
Published : 16 Jan 2023, 08:43 PM