ক্যারিয়ারের বেশিরভাগ সিনেমাই তিনি করেছেন উত্তম কুমারের সঙ্গে।
Published : 17 Feb 2024, 03:13 PM
কলকাতার বাংলা সিনেমার ষাট দশকের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা ভৌমিক মারা গেছেন।
আনন্দবাজার লিখেছে অনেকদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন উত্তম কুমার ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের এক সময়ের এই সহশিল্পী।
শনিবার দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সকাল সাড়ে দশটার দিকে তিনি মারা যান। এর আগে শুক্রবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
অঞ্জনা ভৌমিকের বয়স হয়েছিল ৮০ বছর।
২০ বছর বয়সে সিনেমায় কাজ শুরু করেছিলেন অঞ্জনা। ষাট থেকে আশির দশক পর্যন্ত বাংলা সিনেমার দর্শকদের কাছে পরিচিত মুখ ছিলেন।
ক্যারিয়ারের বেশিরভাগ সিনেমাই তিনি করেছেন উত্তম কুমারের সঙ্গে।
উত্তমের সঙ্গে তাকে দেখা গিয়েছিল ‘থানা থেকে আসছি’, ‘রাজদ্রোহী’, ‘নায়িকা সংবাদ’, ‘কখনো মেঘ’, ‘চৌরঙ্গী’, ‘শুকসারী’, ‘রৌদ্রছায়া’ সিনেমায়।।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘মহাশ্বেতা’ সিনেমায় তার অভিনয় নজর কাড়ে দর্শক ও সমালোচকদের।
নৌবাহিনীর এক কর্মকর্তাকে বিয়ের পর সিনেমা জগতের সঙ্গে অঞ্জনা ভৌমিকের ধীরে ধীরে দূরত্ব বাড়তে থাকে। এক সময় অভিনয় একেবারেই ছেড়ে দেন এই অভিনেত্রী।
অঞ্জনার দুই মেয়ে নীলাঞ্জনা শর্মা এবং চন্দনা শর্মাও এক সময়ে অভিনয় করেছেন। বড় মেয়ে নীলাঞ্জনার স্বামী যিশু সেনগুপ্ত কলকাতার জনপ্রিয় অভিনেতা।
অঞ্জনার মৃত্যুতে শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।