শুধু সিনেমার গল্পই নয়, সিনেমার অভিনেতা-অভিনেত্রী, বিশেষ করে মাহফুজ, বুবলী, নাসির উদ্দিনের অভিনয় প্রশংসা পেয়েছে এই অভিনেত্রীর।
Published : 22 Jul 2023, 07:19 PM
গেল কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসা পাঁচটি সিনেমার একটি চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ অভিনেতা মাহফুজ আহমেদের কামব্যাক সিনেমা। দীর্ঘ বিরতির পর ‘প্রহেলিকা’ দিয়েই পর্দায় আসেন এই অভিনেতা।
শাকিব খানের ‘প্রিয়তমা’ আর আফরান নিশোর অভিষেক সিনেমা ‘সুড়ঙ্গ’র দাপটে অনেকটা আড়ালে থাকলেও মাহফুজ-বুবলী অভিনীত ‘প্রহেলিকা’ দেখে মুগ্ধতা ঝরেছে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার কণ্ঠে।
শুক্রবার মহাখালীর স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে গিয়েছিলেন সুবর্ণাসহ আরো অনেক তারকা। সিনেমাটি দেখে নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজে তার ভালোলাগার অনুভূতিও জানিয়েছেন এই অভিনেত্রী।
শুধু সিনেমার গল্পই নয়, সিনেমার অভিনেতা-অভিনেত্রী, বিশেষ করে মাহফুজ, বুবলী, নাসির উদ্দিনের অভিনয় প্রশংসা পেয়েছে এই অভিনেত্রীর।
সিনেমাটির একটি পোস্টারের ছবি দিয়ে সুবর্ণা লিখেছেন, “চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’দেখে বের হলাম। খুবই আলাদা একটি ছবি। এই ধরণের গল্প আমি প্রথম দেখলাম আমাদের চলচ্চিত্রে। সুসংবাদ এই যে একেবারে গতের বাইরে একটি ছবি নির্মিত হয়েছে এবং দর্শক প্রিয়তা পেয়েছে। আমাদের দর্শক প্রস্তুত বিভিন্ন মাত্রার ছবির জন্য। ‘হাওয়া’ যেমন আলাদা একটি মাত্রা যোগ করেছিল এবং দর্শক তা গ্রহণ করেছিল, ‘প্রহেলিকার’ ক্ষেত্রেও সেটা সত্যি।”
সিনেমাটির পাত্রপাত্রী সম্পটর্কে সুবর্ণার মূল্যায়ন এরকম- “কয়েকটি হাতে গোনা চরিত্র। অত্যন্ত ভালো অভিনয়, বিশেষ করে বুবলী। মাহফুজ আহমেদ এবং নাসির উদ্দিন এর মত পরীক্ষিত অভিনেতাদের সাথে সমান তালে অভিনয় অনেক বড় ব্যাপার। মাহফুজ এর চরিত্রায়ণ দর্শককে ধরে রাখে।
“নাসির আরেকবার প্রমাণ করলেন কত বড় মাপের অভিনেতা উনি। সেতু, অপু এরা যথেষ্ট ভালো।”
নির্মাতা প্রসঙ্গে তিনি লিখেছেন, “চয়নিকা চৌধুরী তার দ্বিতীয় ছবিতে প্রথম ছবি অতিক্রম করেছেন। এক রাশ অভিনন্দন তাকে।
“ছবির গান, আবহ সংগীত ও চলচ্চিত্ররায়ণ আমার খুব ভালো লেগেছে। এই রকম আলাদা ধরণের আরোও সিনেমা দেখতে চাই। পান্থ শাহরীয়ারকে সুন্দর গল্প আর পরিচ্ছন্ন সংলাপের জন্য অভিনন্দন। Well done Chayon, keep up the good work..”
সুবর্ণা মুস্তাফা ছাড়াও ‘প্রহেলিকা’ ছবিটির বিশেষ প্রদর্শনীতে হাজির হয়েছিলেন ডলি জহুর, অরুণা বিশ্বাস, মোস্তফা সরয়ার ফারুকী, শহীদুজ্জামান সেলিম, আসিফ ইকবাল, রোজী সিদ্দিকী, আসিফ আকবর, তানিয়া আহমেদ, সুইটি, তারিন, মেহের আফরোজ শাওন, অপি করিম, ঈশিতা, নসুরাত ইমরোজ তিশা, অরুণ চৌধুরী, দেবাশীষ বিশ্বাস, আনিসুর রহমান মিলন প্রমুখ।