“কোনো অজুহাত নয়। আট মাসের অন্তঃসত্ত্বা। জীবনকে উপভোগ করছি,” লিখেছেন শুভশ্রী।
Published : 22 Oct 2023, 10:19 AM
বাড়িতে আসছে নতুন সদস্য। মাসখানেক বাদেই দ্বিতীয় সন্তানের মা হবেন কলকাতার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী । এমন সময়ও শুয়ে-বসে দিন কাটছে না রাজ-ঘরণীর। বরং বিজ্ঞাপনের ফটোশুট থেকে শুরু করে নানা কাজে ব্যস্ত রেখেছেন নিজেকে। সুস্বাস্থ্যের জন্য নিয়মমাফিক করে চলেছেন শরীরচর্চাও।
শুক্রবার জিমে শরীরচর্চার একটি ভিডিও ইনস্টাগ্রামের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন শুভশ্রী। ক্যাপশনে লেখেন, “কোনো অজুহাত নয়। আট মাসের অন্তঃসত্ত্বা। জীবনকে উপভোগ করছি।”
অনেকেই এই পোস্টে বাহবা জানিয়েছেন শুভশ্রীকে। কেউ কেউ আবার করেছেন সমালোচনাও। কারণ মাতৃত্বকালে জিমে ব্যায়াম করা অনেকের কাছেই অভাবনীয়।
বিদ্রুপ-কটাক্ষ নিয়ে শুভশ্রী চুপ থাকলেও মুখ খুলেছেন তার স্বামী রাজ চক্রবর্তী। রোববার ফেইসবুকে প্রভাবী পারোমিতার একটি ভিডিও শেয়ার করে লিখেছেন- ‘ধন্যবাদ পারোমিতা’।
শুভশ্রীর ‘জিম’ করা নিয়ে ‘মেয়েরাই মেয়েদের জাজ করে’ শিরোনামে ওই ভিডিওটি বানিয়েছেন পারোমিতা। সেখানে তিনি বলেছেন, “শুভশ্রীকে বরাবরই আমার সাহসী লাগে। সব নিয়মের তোয়াক্কা না করা, অদম্য, আলতা-রাঙা একটা পা। তিনি টলিউডের প্রথম নায়িকা, যিনি প্রেগন্যান্ট অবস্থার ছবি নেটমাধ্যমে পোস্ট করেন। প্রেগন্যান্ট হলেই নায়িকাদের লুকিয়ে বাঁচতে হবে, এই প্রথা তিনি ভঙ্গ করেন।
“শুভশ্রী নায়িকা হতে পারে, তবে তার আগে সে একজন নারী আর সে একজন মা। তাও সে নতুন মা নয়, দ্বিতীয়বার মা হতে চলেছে। আর সন্তানের ভালো পৃথিবীতে মায়ের চেয়ে বেশি ভালো কেউ বোঝে বলে আমার মনে হয় না। ট্রেইনার আর চিকিৎসকের পরামর্শ নিয়েই শুভশ্রী এই সিদ্ধান্ত নিয়েছেন।”
এখনও ‘ডান্স বাংলা ডান্স’-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন শুভশ্রী। সেখানে মিঠুন চক্রবর্তী, মৌনী রায় ও শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে বিচারকের আসনে রয়েছেন তিনি। সংবাদ সূত্র: হিন্দুস্তান টাইমস
(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ১ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)