Published : 19 Aug 2023, 01:47 PM
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ‘সুড়ঙ্গ’ সিনেমার নায়িকা তমা মির্জা।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার কথা তমা নিজেই জানিয়েছেন তার ফেইসবুকে।
শুক্রবার রাতে ফেইসবুক পোস্টে তমা জানান, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। অসুস্থতার জন্য তার পক্ষে কারোর ফোন ধরা বা করা কোনটাই এই মুহূর্তে সম্ভবপর নয়, এ জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি।
সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন দেশের ওটিটি ও চলচ্চিত্রে আসা এই অভিনেত্রী।
ভক্তরাও তমার জন্য শুভকামনা জানিয়েছেন।
আইন নিয়ে পড়াশোনা করা তমার বিনোদন জগতে যাতায়াত কলেজ জীবন থেকেই। বড় পর্দায় অভিনেতা আফরান নিশোর বিপরীতে অভিনয় করা তমার প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’, যা মুক্তি পায় কোরবানির ঈদে।
দেশে হলে হলে দারুণ ব্যবসা করা এই সিনেমায়টি পরে মুক্তি পায় কলকাতায়। এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের হলে চলছে সিনেমটি।।
মাঝে পাইরেসির কবলে পড়ে ‘সুড়ঙ্গ’। ইতোমধ্যে পাইরেসির অভিযোগে দুজন আটকও করেছে পুলিশ।