ষাট ও সত্তরের দশকে বব ডিলানের সঙ্গে গিটার বাজাতেন রবি রবার্টসন।
Published : 10 Aug 2023, 11:24 PM
চলে গেলেন কিংবদন্তি কানাডিয়ান গিটারিস্ট-গীতিকার-গায়ক রবি রবার্টসন।
৮০ বছর বয়সী এই সংগীদ তারকার ম্যানেজার জ্যারেড লেভিনের বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর দিয়েছে বিবিসি।
লেভিন এক বিবৃতিতে জানিয়েছেন, দীর্ঘ অসুস্থতার পর বুধবার লস অ্যাঞ্জেলসে মারা যান এ গায়ক। পরিবারের মাঝেই তার ‘স্বাভাবিক’ মৃত্যু হয়।
সত্তরের দশকে কানাডিয়ান-আমেরিকান রক ব্যান্ড দল ‘দ্য ব্যান্ড’র নেতৃত্ব দিয়েছিলেন রবার্টসন।
১৯৪৩ সালে টরন্টোতে জেইমি রয়্যাল রবার্টসন অর্থাৎ রবি রবার্টসনের জন্ম। ১৬ বছর বয়সে সংগীতে ক্যারিয়ার গড়ার জন্য পরিবার ছেড়েছিলেন তিনি।
‘দ্য ব্যান্ড’ ষাটের দশকের শেষের দিকে বেশ প্রভাবশালী হয়ে ওঠে। সত্তরের দশকে বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশের মধ্যদিয়ে বিশ্বব্যাপী সাড়া ফেলে দেয় দলটি।
১৯৭৬ সালে একটি পূর্ণ ব্যান্ড হিসেবে তাদের শেষ কনসার্টের পরে রবার্টসন ছাড়াই বেশ কিছু সফর এবং অ্যালবাম রিলিজ করে ‘দ্য ব্যান্ড’।
রবার্টসন ‘দ্য ব্যান্ড’ ছাড়াও ষাটের দশকের মাঝামাঝি এবং সত্তরের দশকের প্রথম দিকে বব ডিলানের প্রধান গিটারিস্ট হিসাবে জনপ্রিয়তা পেয়েছিলেন।
১৯৭৮ সালে ‘দ্য ব্যান্ড’র ফেয়ারওয়েল কনসার্টের ওপর ভিত্তি করে ‘দ্য লাস্ট ওয়াল্টজ’ নামের একটি চলচ্চিত্রও নির্মাণ করেন মার্কিন নির্মাতা মার্টিন স্কোরসেজি।
‘দ্য লাস্ট ওয়াল্টজ’-এর পর ১৯৮০ সালে স্কোরসেজির সাথে ’র্যাগিং বুল’ ও ২০১৯ সালে ‘দ্য আইরিশম্যান’ মতো বেশ কিছু সেরা চলচ্চিত্রের সঙ্গীতজ্ঞ হিসেবে যুক্ত ছিলেন রবার্টসন।
‘দ্য ওয়েট’ ও ‘দ্য নাইট দ্য ড্রভ ওল্ড ডিক্সি ডাউন’র মতো বিখ্যাত গানও লিখেছেন বর্ষীয়ান এ গায়ক।