এই প্রবীণ সুপারস্টার কোরীয় মার্শাল আর্ট তায়কোয়ান্দো দেখিয়ে দর্শকদের বিস্ময় জাগিয়েছেন।
Published : 21 Nov 2024, 11:46 AM
বিরাশিতে শূন্যে লাথি মেরে ‘তাক লাগিয়ে’ দিয়েছেন ভারতীয় হিন্দি সিনেমার মহাতারকা অমিতাভ বচ্চন।
হিন্দুস্তান টাইমস লিখেছে বিগ বি খ্যাত এই অভিনেতা ঘটনাটি ঘটিয়েছেন কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানের শুটিংয়ের সেটে।
সেখানে এই প্রবীণ সুপারস্টাররে কোরীয় মার্শাল আর্ট তায়কোয়ান্দো দেখিয়ে দর্শকদের বিস্ময় জাগিয়েছেন।
হিন্দুস্তান টাইমস লিখেছে, তায়কোয়ান্দো জানা এক কিশোরী প্রতিযোগী কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন ১৬র ওই এপিডসোডে উপস্থিত আছেন জানতে পারেন অমিতাভ। তখন তিনি মেয়েটিকে অনুরোধ জানান এই কোরীয় মার্শাল আর্টটির কৌশল দেখানোর জন্য।
Amit Ji be like- “Bataao jo hum 55 Saalon se karte aa rahe hai… ab bachhe Sikhayenge ki laat kaise maarte hai” 😁😁
Jokes apart… At the age Of 82 what an energy & fitness level is Mind Blowing 👀🙌
Love u Gurudev #AmitabhBachchan Sir ❤️🙏 #KounBanegaCrorepati #KBC16 @SonyTV pic.twitter.com/LAzpWn6r4h
— Shani Yadav 🆎❤️ (@JrYadav1409) November 13, 2024
প্রতিযোগী প্রথমে লজ্জা পেয়ে কাজটি করতে না চাইলেও পরে অমিতাভের জোরাজুরিতে তায়কোয়ান্দোর মারপ্যাঁচ দেখিয়েছেন ওই কিশোরী।
সেটি দেখে বিগ বিও থেমে থাকেননি। তিনিও শূন্যে পা তুলে তায়কোয়ান্দোর করার ভঙ্গি দেখান, যা দেখে করতালিতে ফেটে পড়ে সেটের দর্শক সারি।
অমিতাভের মার্শাল আর্টের ওই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি।
অনুরাগীদের কথায়, “৮২ বছর বয়সেও এতটা ফিট! দারুণ।“
কেউ বলছেন, “বিগ বি ফের প্রমাণ করে দিলেন কেন এই বয়সেও তিনি বলিউডের অন্যদের থেকে এগিয়ে।“
কারও মন্তব্য, “এই বয়সেও এতটা এনার্জি! অনুপ্রেরণা পেলাম।“
১৯৫টির বেশি সিনেমায় কাজ করা ৮২ বছর বয়সী অভিতাভের জয়রথ ছুটছেই।
কিছুদিন আগে মুক্তি পেয়েছে এই অভিনেতার ‘কল্কি ২৮৯৮’ সিনেমাটি। সেখানে অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ। বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছে ‘কল্কি ২৮৯৮’।
আগামীতে তাকে ‘ভূতনাথ ৩’ সিনেমায় দেখা যাবে।
আরও পড়ুন
অমিতাভ যে নায়িকার সঙ্গে বেশি 'হিট'
ফিজিক্স জ্বালিয়ে ছেড়েছে অমিতাভকে