তবে কেবল অভিনয়েই নয়, সিনেমার সহ-প্রযোজক হিসেবেও শাওন চুক্তিবদ্ধ হয়েছেন।
Published : 12 Jun 2023, 05:38 PM
কামরুল ইসলাম রিফাতের ‘ওয়ান ইলেভেন’ সিনেমায় যুক্ত হলেন অভিনেতা গাউসুল আলম শাওন।
সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী এই চলচ্চিত্রের একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন শাওন। পাশাপাশি সিনেমার সহ-প্রযোজক হিসেবেও শাওন চুক্তিবদ্ধ হয়েছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান মিডিয়া পোস্ট।
এই সিনেমার প্রধান চরিত্রে থাকবেন আফজাল হোসেন।
শাওন এর আগে বিভিন্ন বিজ্ঞাপন ও ‘আয়নাবাজি’ সিনেমায় অভিনয় করেছেন।
শনিবার ঢাকার একটি রেস্তোরাঁয় এই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ওয়ান ইলেভেন’ এর নির্বাহী প্রযোজক রবিন শামস।
সিনেমার কাহিনী লিখেছেন হুমায়ুন কবির বিশ্বাস আর সংলাপ লিখেছেন মোজাফফর হোসেন। চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জন করেছেন চলচ্চিত্রকার যুগল নূরুল আলম আতিক ও মাতিয়া বানু শুকু।
মিডিয়া পোস্ট জানিয়েছে, শিগগিরই শুটিং শুরু হবে সিনেমাটির।