জীবন জানিয়েছেন, এই প্রথম তিনি এ ধরনের চরিত্রে কাজ করছেন।
Published : 20 Dec 2024, 09:58 PM
দেশের গ্রামাঞ্চলের সমাজব্যবস্থার সঙ্গতি ও অসঙ্গতির দ্বন্দ্ব নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘পাগলা হাওয়া’।
নাটকটি দেখা যাবে গামা ফ্লিক্স ইউটিউব চ্যানেলে।
তবে প্রচারের দিন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন নাটকের রচয়িতা ও পরিচালক নাহিদ হাসনাত।
নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন।
জীবন বলেন, "ডিজিটাল অপসংস্কৃতির প্রভাব একটা সময়ে কেবল শহরকেন্দ্রিক ছিল। কিন্তু সময়ের পরিবর্তনে সেটি পৌঁছে গেছে গ্রামের দিকেও। ওই সমস্যার সঙ্গে নানা রকম মজার ঘটনা নিয়ে নাটকটি বানানো হয়েছে।”
জীবন জানিয়েছেন, এই প্রথম তিনি এ ধরনের চরিত্রে কাজ করছেন।
জীবন ছাড়াও আরো অভিনয় করেছেস সাদ্দাম মাল, তানজিম হাসান অনিক, নুসরাত জাহান স্পৃহা, আবুল ফজল মোহাম্মদ ঋতু, মনা শামীম, জাবেদ গাজী।