''কিং' সিনেমায় আমার কাজ শুরু করতে হবে কিছুটা ওজন কমিয়ে। এ জন্য শরীরচর্চাও করতে হবে।"
Published : 15 Aug 2024, 01:50 PM
বলিউডি তারকা শাহরুখ খান ‘কৃশকায়’ হওয়ার মিশনে নেমেছেন।
হিন্দুস্তান টাইমস লিখেছে, সুজয় ঘোষ পরিচালিত ‘কিং খান’ সিনেমায় চরিত্রের প্রয়োজনে মেদ ঝরানো ছাড়া উপায় ছিল না হিন্দি সিনেমার এই তারকা অভিনেতার কাছে।
গেল বছর মুক্তি পাওয়া শাহারুখের ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডানকি’ আসার আগে কিছুদিন পরপরই এ সিনেমাগুলো নিয়ে বিভিন্ন তথ্য এসেছে সংবাদমাধ্যমে। শাহরুখ নিজেও হঠাৎ হঠাৎ এক্সে এসে ভক্ত-অনুরাগীদের কিছু না কিছু জানিয়ে যেতেন। কিন্তু চলতি কাজ নিয়ে শাহরুখ এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন।
এই সিনেমার চিত্রনাট্যের ধরন, শাহরুখ এবং তার মেয়ে সুহানা খানের চরিত্রটি কেমন অথবা শুটিং চলছে কি না, সেসব নিয়ে ভারতের সংবাদমাধ্যমে কোনো তথ্য আসছে না।
সুইজারল্যান্ডে ৭৭তম লোকার্নো ফিল্ম ফেস্টিভালে বিশেষ মর্যাদাপূর্ণ ‘পারদো আল্লা ক্যারিয়েরা’ পুরস্কার হাতে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাহরুখ অবশেষে ‘কিং খান’ নিয়ে কথা বলেছেন।
শাহরুখের কথায়, তিনি বিশেষ ধরনের কিছু কাজ এখন করতে চান।
“হতে পারে সেটা আমার বয়সের জন্য বাধা হবে, তবে কিছু একটা চেষ্টা করতে চাই। গত ৬ থেকে ৭ বছর ধরে এটা নিয়ে ভাবছিলাম। তারপর একদিন সুজয়ের (পরিচালক) সঙ্গে কথা বলি। আমাদের অফিসেই বসেছিলাম আমরা সেদিন। আমার ইচ্ছা এবং ভাবনার কথা শুনে তিনি আমাকে বলেন, ‘স্যার আমি যা চাইছেন তা বোধহয় আমার কাছে আছে’।”
'কিং খান' সিনেমার জন্য ওজন কমাতে হচ্ছে জানিয়ে শাহরুখ বলেন, “ওজন কমানোর চেষ্টায় আছি। এ জন্য অবশ্য আরো শরীরচর্চা করতে হবে।"
শাহরুখের ভাষ্য, তিনি হাতে সময় নিয়ে এখন সিনেমার কাজ করতে চান।
“আমি আমার সিনেমার পরিচালককে সময় দিতে চাই। তাই সিনেমা শেষ করতেও সময় লেগে যাবে।”
এই সিনেমায় শাহরুখ তার মেয়ে সুহানার সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করতে চলেছেন। এখানে আরো অভিনয় করবেন অভিষেক বচ্চন।
শাহরুখ ও গৌরি খানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিস এন্টারটেইমেন্ট’ এর সঙ্গে যৌথভাবে পরিচালক সিদ্ধার্থ আনন্দের প্রতিষ্ঠান ‘মারফিক্স পিকচার্স’ এর ব্যানারে ‘কিং খান’ নির্মিত হচ্ছে।
চলতি বছরের অক্টোবর-নভেম্বরের দিকে সিনেমার শুটিং শুরুর পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন সুজয়। মুক্তির তারিখ আপাতত ধরা হয়েছে আগামী বছরের শেষ নাগাদ বা ২০২৬ সালের শুরুর দিকে।
পুরনো খবর
লোকার্নো উৎসবে পুরস্কার উঠল শাহরুখের হাতে
বাবা-মেয়ের সিনেমায় খলনায়কের নাম জানেন?
নারীদের মন জয়ের মন্ত্র জানালেন শাহরুখ
শাহরুখের পরের কাজ শুরু মার্চ-এপ্রিলে