এবার 'হিরোইজম'কে পাশে রেখে, তার বয়সের মানানসই সিনেমা করতে চাইছেন ৫৮ বছর বয়সী শাহরুখ।
Published : 23 Dec 2023, 10:42 AM
বিরতির চার বছর পর এসেই সিনেমা মুক্তিতে হ্যাটট্রিক করা বলিউড তারকা শাহরুখ খান তার আগামী সিনেমার কাজ শুরু করতে বেশি সময় নিতে চাইছেন না।
সেই সঙ্গে চরিত্র বাছাইয়েও নতুনভাবে চিন্তাভাবনা করেছেন হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির বাদশাহ। এবার 'হিরোইজম'কে পাশে রেখে, তার বয়সের সঙ্গে মানানসই সিনেমা করতে চাইছেন ৫৮ বছর বয়সী শাহরুখ।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম 'এমবিসি'কে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ বলেছেন, তার আগামী সিনেমার কাজ শুরু হচ্ছে মার্চ বা এপ্রিলের দিকে। মাঝের এই সময়টি নিজেকে তৈরি করতে কাজে লাগাবেন তিনি। এছাড়া নির্মাতাদেরও কাজ গুছিয়ে নিতে হবে এর মধ্যে।
কী ধরনের চরিত্রে শাহরুখকে দেখা যাবে প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, “আমি যদি ২০ বছর আগের রোমান্টিক হিরো সেজে পর্দায় আসতে চাই, সেটি তো আসলে সম্ভব হবে না। সিনেমার মূল চরিত্রে থেকেই নিজের বয়সের সঙ্গে মানানসই চরিত্র করতে চাই।”
এ ধরনের সিনেমা ‘হিট’ অর্থে সফল হয় কীনা জানতে চাইলে নায়ক বলেন, “গল্পের মত গল্প হলে যেকোনো বয়সের চরিত্র করেই সিনেমা হিট করা সম্ভব। নায়ক-নায়িকা নির্ভর সিনেমা সেক্ষেত্রে প্রয়োজন নেই। যদিও আমার এই চিন্তাভাবনা ভারতীয় সিনেমা সংস্কৃতিতে কম। তবে আমি আমার বয়স মাথায় রেখে কাজ করব এখন থেকে।”
গত বৃহস্পতিবার মুক্তি পাওয়া ‘ডানকি’ সিনেমাকে কেবল নিজের এবং ক্যারিয়ারে সেরা বর্ণনা করা শাহরুখ ফের এই সিনেমার প্রশংসা করেছেন 'এমবিসি'র কাছে।
তিনি বলেন, হৃদয় দিয়ে বানানো সিনেমা হল ‘ডানকি’। এই সিনেমার গল্প জীবনের কথা বলে, মানুষের ঘরের প্রতি টানের কথা বলে। মাতৃভূমি থেকে দূরে থেকে প্রতিমুহূর্তে সেই মাতৃভূমিকে অনুভবের কথা বলে ‘ডানকি’।
নায়ক নিজে, চিত্রসামলোচক এবং ভালো গল্পের সিনেমাপ্রেমীরা ‘ডানকি’ দেখে মুগ্ধতার কথা জানিয়েছেন সোশাল মিডিয়ায়।
‘ডানকি’ সিনেমায় শাহরুখ চরিত্রের নাম হার্ডি। এই সিনেমা হার্ডি ও তার চার বন্ধুর কাহিনী তুলে ধরেছে। স্বপ্ন পূরণ করার জন্য তারা লন্ডনে যেতে চান। কিন্তু হার্ডি ও তার বন্ধুরা কেউ ইংরেজি ভালো জানেন না, তাই ভিসা পেতে সমস্যা হয়।এরপর সোজা রাস্তা ছেড়ে হার্ডির নেতৃত্বে পাঞ্জাব থেকে তারা রওনা দেন লন্ডনের পথে। যে পথের সঙ্গী নানা ধরনের বিপদ।
‘ডানকিতে’ শাহরুখ খান ছাড়াও তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানিসহ আরও অনেকের দেখা মেলে।