‘অরণ্যের প্রাচীন প্রবাদ’ মুক্তি পাবে জুলাইয়ে।
Published : 18 Jun 2024, 06:56 PM
শহরে নতুন গোয়েন্দার কর্মকাণ্ডের আভাস দিতে প্রকাশ হয়েছে ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’ সিনেমার ট্রেইলার । কলকাতার এ সিনেমায় গোয়েন্দা হয়েছেন জিতু কমল। আর তার নায়িকা নার্সের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। এই সিনেমার মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ হতে চলেছে ক্রীড়া সাংবাদিক দুলাল দের। গত বছর কলকাতায় ‘মায়া’ সিনেমা দিয়ে পশ্চিমবঙ্গের সিনেমায় অভিষেক হয় মিথিলার। কলকাতাতেই তার দ্বিতীয় সিনেমা ‘ও অভাগী’ মুক্তি পেয়েছে কিছুদিন আগে। পশ্চিমবঙ্গে মিথিলার তৃতীয় সিনেমা ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’ মুক্তি পাবে জুলাই মাসে।