গানের ভিডিওতে একটি ব্যান্ড সেটআপ নিয়ে গাইতে দেখা গিয়েছে আসিফকে।
Published : 09 Jan 2025, 08:58 PM
নতুন বছরের প্রথম সপ্তাহ যেতে না যেতেই সংগীতশিল্পী আসিফ আকবরের আরেকটি গান প্রকাশ হয়েছে।
স্প্লেনডিড অডিও নামের একটি ইউটিউব চ্যানেল এবং গায়কের নিজস্ব ইউটিউব চ্যানেলে মঙ্গলবার থেকে শোনা যাচ্ছে ‘আয় ফিরে আয়’ শিরোনামের গানটি।
গানের ভিডিওতে একটি ব্যান্ড সেটআপ নিয়ে গাইতে দেখা গিয়েছে আসিফকে। গানে পাওয়া গেছে রক ও মেটালের ফিউশন।
‘দুচোখ ঢেকেছে কুয়াশা, মন তবু বাঁধে আশা’ এমন কথায় গানটি লিখেছেন জয় চক্রবর্তী। গানটির মিউজিক কম্পোজিশন করেছেন রাজিব মোনা।
এর আগে গত রোবারর প্রকাশ পেয়েছে ইমরান মাহমুদুলের সুর ও সংগীতায়োজনে আসিফের গাওয়া ‘মন জানে’ গানটি।
ধ্রুব মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে প্রকাশিত ‘মন জানে’ গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। গল্পনির্ভর একটি ভিডিও করা হয়েছে গানটির। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা। মডেল হয়েছেন সজীব, মহতারাম ও জিম।
আসিফ বলেন, “দুটি গানেই নতুনত্ব পাবেন দর্শক-শ্রোতা। এগুলো প্রকাশ হয়েছে ইংরেজি নতুন বছর উপলক্ষে। ফিরে আয় গানটি ব্যান্ডের আমেজে করা।“
দুটি গানই শ্রোতাদের ‘মন জয় করবে’ বলে আশা করছেন আসিফ।
আরও পড়ুন: