রাজধানীতে বসছে পথনাটকের আসর

উদ্বোধনী দিনে পথনাটক পরিবেশন করবে নাট্যদল ঢাকা পদাতিক, নাট্যযোদ্ধা ও নাটনন্দন।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2022, 07:48 AM
Updated : 7 Oct 2022, 07:48 AM

‘সম্প্রীতির সংস্কৃতি আনবেই মুক্তি’ শ্লোগানে আসছে শীত মৌসুমে রাজধানীতে পথনাটকের আসর বসবে।

শীতকালীন এ মৌসুমি পথনাটক কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ পথনাটক পরিষদ।

শনিবার বিকাল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ আয়োজনের উদ্বোধন হবে বলে জানিয়েছেন পথনাটক পরিষদের প্রচার সম্পাদক কামরুল হাসান।

উদ্বোধনী দিনে পথনাটক পরিবেশন করবে তিনটি নাট্যদল ঢাকা পদাতিক, নাট্যযোদ্ধা ও নাটনন্দন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি থাকবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম। সভাপতিত্ব করবেন পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান।