নতুন চুক্তি অনুযায়ী, প্যারামাউন্টের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান শারি রেডস্টোন তার পরিবারের নিয়ন্ত্রণে থাকা কোম্পানির শেয়ার বিক্রি করে দেবেন। এর মধ্য দিয়ে ২৮ বিলিয়ন ডলারের একটি নতুন ফার্ম তৈরি হবে।
Published : 09 Jul 2024, 01:12 PM
হলিউডের অন্যতম পুরনো প্রযোজনা-পরিবেশনা কোম্পানি প্যারামাউন্ট গ্লোবাল ইনডিপেনডেন্ট ফিল্ম স্টুডিও স্কাইডান্স মিডিয়ার সঙ্গে একীভূত হচ্ছে।
চুক্তি অনুযায়ী, প্যারামাউন্টের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান শারি রেডস্টোন তার পরিবারের নিয়ন্ত্রণে থাকা কোম্পানি শেয়ার বিক্রি করে দেবেন। আর এর মধ্য দিয়ে ২৮ বিলিয়ন ডলারের একটি নতুন ফার্ম তৈরি হবে।
বিবিসি লিখেছে, ব্যবসা বিক্রির মধ্য দিয়ে হলিউডের ইতিহাসে রেডস্টোন ফ্যামিলি যুগের অবসান হচ্ছে। মূলত শারির বাবা সুমনার রেডস্টোন সিনেমা ব্যবসার এই সাম্রাজ্য গড়ে তুলেছিলেন।
প্যারামাউন্টের অধীনে কিছু টেলিভিশন স্টেশনও আছে। সিবিএস, কমেডি সেন্ট্রাল, নিকলোডিওন ও এমটিভি এর অন্যতম।
পৃথিবীর ১৮০টির বেশি দেশে প্যারামাউন্ট গ্লোবাল নিয়ন্ত্রিত এসব টেলিভিশন দেখা যায়, যার গ্রাহক সংখ্যা ৪ দশমিক ৩ বিলিয়ন।
এক বিবৃতিতে রেডস্টোন বলেন, “আমরা আশা করছি এই পরিবর্তিত পরিস্থিতে প্যারামাউন্টের অব্যাহত সাফল্যকে স্কাইডান্স আরও মজবুত জায়গায় নিয়ে যাবে।”
চুক্তি অনুযায়ী স্কাইডান্স ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে প্যারামাউন্টে। এর মধ্যে ন্যাশনাল অ্যামিউজমেন্টস কেনার জন্য দেওয়া হবে ২ দশমিক ৪ বিলিয়ন ডলার।
ন্যাশনাল অ্যামিউজমেন্টস প্যারামাউন্ট গ্রুপের মাত্র ১০ শতাংশ শেয়ারের মালিক হলেও তাদের ‘ভোটিং রাইট’ রয়েছে ৮০ শতাংশ।
আগামী বছরের গ্রীষ্মের মধ্যে এ চুক্তি চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে প্যারামাউন্টের।
প্যারামাউন্ট পিকচার্স প্রতিষ্ঠিত হয় ১৯১৪ সালে। একাধিক ভাঙাগড়ার ধাপ পেরিয়ে তা রূপ নেয় প্যারামাউন্ট গ্লোবালে। প্যারামাউন্ট পিকচার্সের অধীনে গডফাদার, স্টার ট্রেক ও মিশন ইম্পসিবলের মত সুপারহিট সিনেমা তৈরি হয়েছে।
একের পর এক হিট সিনেমা তৈরি করেও এক দশকের বেশি সময় ধরে টিকে থাকতে রীতিমত সংগ্রাম করতে হচ্ছে এই এন্টারটেইনমেন্ট জায়ান্টকে। গত পাঁচ বছরে প্যারামাউন্ট গ্লোবালের শেয়ারদর ৭৫ শতাংশের বেশি পড়ে গেছে।
স্কাইডান্স পরিচালনা করছেন ডেভিড এলিসন। তিনি মার্কিন প্রযুক্তি জায়ান্ট ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের ছেলে।
একীভূতকরণ চুক্তি নিয়ে স্কাইড্যান্সের সঙ্গে প্যারামাউন্টের আলোচনা চলছে গত আট মাস ধরে। এ নিয়ে শারি রেডস্টোনের সঙ্গে প্যারামাউন্টের প্রধান নির্বাহী বব বাকিসের মতদ্বৈততাও তৈরিহয়। এর জেরে এপ্রিলে পদত্যাগ করেন বব বাকিস।