"১৯৭২ সাল থেকে এখন পর্যন্ত সংগীতের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে পারা সত্যি স্বপ্নের মত।"
Published : 16 Jan 2025, 11:38 PM
ব্যান্ড শিল্পীগীতিকার ও সুরকার নকীব খানের চৌষট্টি বছরের জীবনে গান-সুরের সঙ্গে সময় কেটেছে ৫০ বছরের বেশি; তার ক্যারিয়ারের এই দীর্ঘ যাত্রা উদযাপন করা হবে গানে-কবিতায়।
ওই আসরের আয়োজন করেছে নূর’স ইভেন্ট। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে 'সেলিব্রেটিং মেলোডিয়াস ৫০ ইয়ারস অব নকীব খান’।
শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে হবে এই অনুষ্ঠান।
বিজ্ঞপ্তিতে আয়োজক সুমী নূর বলেন, "নকীব খানের সংগীত জীবনের ৫০ বছর উদযাপন আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত।"
নূর বলেন, "এটি আমাদের ৬ষ্ঠ আয়োজন। আগের প্রতিটি আয়োজনেও আমরা কবিতাকে প্রাধান্য দিয়ে গানের সঙ্গে বাংলা সাহিত্য তুলে আনার চেষ্টা করেছি। সেই ধারাবাহিকতায় এবারও থাকছে কবিতা পরিবেশনা।"
আয়োজন নিয়ে নকীব খান বলেছেন ১৯৭২ সাল থেকে এখন পর্যন্ত সংগীতের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে পারা তার কাছে ‘স্বপ্নের মত’।
“সত্যি কখনো ভাবিনি, গানে গানে এতটা পথ পাড়ি দিতে পারব। এই দীর্ঘ পথচলায় শ্রোতার ভালোবাসাই ছিল অনুপ্রেরণা। এ অনুষ্ঠানে আমার সংগীত জীবনের পথচলার গল্প শোনাতে চাই। সঙ্গে শ্রোতাদের পছন্দের গান তো গাইবই।"
আয়োজনটি সঞ্চালনা করবেন গায়ক ও সুরকার আশফাকুল বারী রুমন।
অনুষ্ঠানের টিকেট পাওয়া যাচ্ছে নূর’স ইভেন্ট ও ‘গেট সেট রক’ এর ওয়েবসাইটে। টিকেটের দাম ধরা হয়েছে ১ হাজার ২০০ টাকা।
মুক্তিযুদ্ধে দেশ স্বাধীনের বছর খানেক পর জন্মস্থান চট্টগ্রাম থেকে শুরু হয় নকীব খানের সংগীতের যাত্রা। বালার্ক ব্যান্ডে গায়ক, পিয়ানিস্ট ও শিল্পী হিসেবে তার আত্মপ্রকাশ হয়। এরপর ১৯৭৪ সালে তিনি যোগ দেন সোলসে।
এ ব্যান্ডে প্রায় ১০ বছর ছিলেন নকীব খান। এরপর চট্টগ্রাম থেকে ঢাকায় এসে ১৯৮৫ সালে গড়ে তোলেন নিজের ব্যান্ড রেনেসাঁ। সেই থেকে রেনেসাঁ নিয়েই শ্রোতাদের ভালোবাসা কুড়িয়ে যাচ্ছেন তিনি।