ইতালিতে মঙ্গল থেকে বৃহস্পতিবার এই তিনদিন ধরে চলবে অনুষ্ঠানের, নিমন্ত্রিতের সংখ্যা ৮০০ জন।
Published : 28 May 2024, 11:31 AM
বিয়ের আগাম অনুষ্ঠানেই কতটা জৌলুস ছড়ানো যায়, গেল মার্চে তার প্রমাণ দেখিয়েছে ভারতের সবচেয়ে ধনী মুকেশ আম্বানির পরিবার। তাদের ছোট ছেলে অনন্ত আম্বানির দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠান ঘিরে ফের সাড়া ফেলতে যাচ্ছে পরিবারটি।
ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ ইনডিয়া বলছে, এবারের প্রাক বিবাহ অনুষ্ঠান হচ্ছে ইতালির মাটিতে। সেই অনুষ্ঠানে যোগ দিতে মুম্বাই ছাড়ছেন বলিউড তারকারা। মঙ্গল থেকে বৃহস্পতিবার এই তিনদিন ধরে চলবে অনুষ্ঠানের নাচ-গান, খানা-পিনা। এবারে অতিথি তালিকায় ৮০০ জনের বেশি মানুষের নাম রয়েছে।
প্রাক-বিবাহ অনুষ্ঠানে বলিউডি তারকাদের পাশপাশি মঞ্চ মাতানোর কথা রয়েছে কলম্বিয়ার গায়িকা শাকিরার। সঙ্গে থাকবেন ব্রিটিশ গায়িকা ডুয়া লিপা এবং ভারতীয় সুরকার এ আর রাহমান।
এই পরিবেশনায় শাকিরা পারিশ্রমিক নিচ্ছেন ১০ থেকে ১৫ কোটি রুপি।
মুম্বাইয়ের বিমানবন্দরে সোমবার রাতে প্রথমে দেখা যায় রাহা ও আলিয়াকে নিয়ে রাণবীর কাপুরকে। তাদের পর আলোকচিত্রীদের লেন্সে ক্যামেরাবন্দি হন ক্রিকেটা মহেন্দ্র সিং ধোনি।
রাত আরেকটু বাড়লে বিমানবন্দরে হালকা নীল রংয়ের শার্ট ও জিন্স পরে দেখা যায় সালমন খানকে। তাদের সবার গন্তব্য ইতালি।
এই অনুষ্ঠানে সপরিবারে আমন্ত্রণ পেয়েছেন শাহরুখ খান ও আমির খান। এছাড়া নিমন্ত্রিতদের তালিকায় তারকাদের মধ্যে আরও আছে বচ্চন পরিবার এবং নিক-প্রিয়াঙ্কা চোপড়া এবং সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদভানি জুটি।
এবার অনুষ্ঠান উদযাপনে আম্বানিরা সমুদ্রপথকে বেছে নিয়েছে। তাদের পরিকল্পনা হল, বিলাসবহুল প্রমোদতরীতে চড়ে অতিথিরা অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠান উপভোগ করবেন। জাহাজে তারা পাড়ি দেবেন ইতালি থেকে ফ্রান্সের দক্ষিণ প্রান্ত পর্যন্ত।
প্রাক বিবাহের প্রথম অনুষ্ঠান বসেছিল গুজরাটের পশ্চিমাঞ্চলীয় শহর জামনগরে। আলাদা আলাদা থিম ধরে তিন দিনের সেই অনুষ্ঠানে অতিথি সমাগম, অনুষ্ঠানের বৈচিত্র্য, ভারতীয় ঐতিহ্যের প্রদর্শন আর খরচের বহরে রীতিমত ইতিহাস গড়েছিল আম্বানিরা।
হলিউড-বলিউডের সুপারস্টাররা তো ছিলেনই, বিশ্বের বিভিন্ন অঙ্গনের নামিদামি ব্যক্তি, প্রভাবশালী ব্যবসায়ী, সংগীত আর খোলার মাঠের দাপুটেরাও এসেছিলেন জামনগরের ওই আয়োজনে।
বলিউডি সিনেমার তিন তারকা শাহরুখ খান, আমির খান এবং সালমান খানও নেচে গেয়ে মঞ্চ মাতিয়েছিলেন।
আমন্ত্রিতদের মধ্যে আরো ছিলেন ভুটান রাজ পরিবারের সদস্যরা, বিল গেটস, ডিজনির প্রধান বব ইগার, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকন্যা ইভাঙ্কা ট্রাম্প এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মেদ বিন আবদুলরহমান বিন জসিম আল-থানি। অনুষ্ঠানে এক হাজার অতিথির জন্য ভারতের ইন্দোরের জারদিন হোটেল থেকে আনা হয়েছিল ২১ জন পাচক-পাচিকাকে।
এত আয়োজনের পরও সাত পাকে বাঁধা পড়তে বর-কনেকে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আগামী ১২ জুলাই বিয়ের মূল অনুষ্ঠান ঘিরেও ব্যাপক আয়োজনের পরিকল্পনা করেছেন মুকেশ-নীতা আম্বানি।