অতিথিদের তালিকায় যাদের নাম আছে, তা দেখলে যে কারও চোখ কপালে উঠে যেতে বাধ্য।
Published : 27 Feb 2024, 08:29 PM
ভারতের গুজরাটের পশ্চিমাঞ্চলীয় শহর জামনগরে আগামী শুক্রবার সব তারা নেমে আসবে! চমকে ওঠার মতো তথ্যই বটে।
ওইদিন ভারতের সবচেয়ে জাঁকালো প্রাক-বিবাহ অনুষ্ঠানটি হতে যাচ্ছে জামনগরে।
সেদিন থেকে তিন দিন ধরে চলবে দেশটির সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির ছোট ছেলে ২৮ বছর বয়সী অনন্ত আম্বানি ও তার শৈশবের বান্ধবী শিল্পপতির কন্যা ২৯ বছর বয়সী রাধিকা মার্চেন্টের বিয়ের আগাম অনুষ্ঠান।
বলাই বাহুল্য, আয়োজনটি হবে চোধ ধাঁধানো। আর অতিথিদের তালিকায় যাদের নাম আছে, তা দেখলে যে কারও চোখ কপালে উঠে যেতে বাধ্য।
বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন, ‘বাদশা’ শাহরুখ খান থেকে শুরু করে ফেইসবুকের কর্ণধার মার্ক জাকারবার্গ, ভুটানের রাজ পরিবারের সদস্য, হিলারি ক্লিনটন, কে নেই?
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিল গেটস, ডিজনির প্রধান বব ইগার এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মেদ বিন আবদুলরহমান বিন জসিম আল-থানিও রয়েছেন।
নাচ-গান আর বিনোদনেরও অভাব থাকছে না অনন্ত-রাধিকার এই বিয়ের উৎসবে।
আয়োজেন সুরের ঝঙ্কার তুলবেন রিয়ানা, পাঞ্জাবের শিল্পী দলজিৎ দোশানজ। অতিথিদের মায়াবি জাদুতে মোহাবিষ্ট করবেন আমেরিকার খ্যাতনামা জাদুশিল্পী ডেভিড ব্লেইন।
এখানেই শেষ নয়। অতিথিদের সাজগোজের জন্য হেয়ার স্টাইলিশ এবং মেইক-আপ আর্টিস্টও থাকবেন একদল। এছাড়া আয়োজনের কোন পর্বে কোন ধরনের পোশাক পরতে হবে, সেজন্য অতিথিদেরকে নয় পৃষ্ঠার ড্রেস কোডও দেওয়া হবে। বুঝুন অবস্থা!
কিন্তু অনন্ত-রাধিকা বিয়ের পিঁড়িতে বসবেন জুলাইতে। তার আগেই যদি এই অবস্থা হয়, তাহলে বিয়েতে কী হবে?
জানা গেছে, ১ মার্চ প্রাক-বিবাহ আয়োজনে দেশি-বিদেশি অতিথিদের বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থলে উড়িয়ে নিয়ে যাওয়া হবে চার্টার্ড প্লেনে করে।
তিনদিনের আয়োজনের যে পরিকল্পনা জানা গেছ, তাতে প্রথম দিন থাকছে ‘এভারল্যান্ডে একটি সন্ধ্যা’ নামের ককটেল পার্টি।
দ্বিতীয় দিন অতিথিদের বনে ঘুরে বেড়ানোর স্বাদ দিতে নিয়ে যাওয়া হবে কাছেই রিলায়েন্সের এনিম্যাল রেসকিউ সেন্টারে। এটি হবু বর-কনের একটি প্রকল্প। এখানে যাওয়ার জন্য অতিথিদের ‘বনের আমেজ আছে’ এমন পোশাক আর বনে ঘুরে বেড়ানোর উপযোগী জুতা পরার পরামর্শ দেওয়া হয়েছে।
ওইদিন সন্ধ্যায় থাকবে ‘মেলা রোগ’ নামের একটি আয়োজন, যেখানে অতিথিরা পরবেন ভারতীয় পোশাক।
তৃতীয় ও শেষদিন ‘তস্কর ট্রেইল’ নামের একটি আয়োজন থাকবে। সেখানে অতিথিরা একেবারে প্রাকৃতিক পরিবেশে সন্ধ্যা কাটাতে পারবেন। সেখানে দেখানো হবে বিক্রি কিংবা শিকারের হাত থেকে বাঁচিয়ে আনা ২০০ হাতি, ৩০০ বিড়াল প্রজাতির প্রাণী এবং ১২০ ধরনের সরীসৃপ।
শেষদিনের শেষ আয়োজনটি হচ্ছে ‘হস্তাক্ষর’ বা ‘স্বাক্ষর’। রাজকীয় এই আয়োজনেও অতিথিরা পরবেন ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক।
এর বাইরেও রাখা থাকছে মনোরঞ্জনের নানা আয়োজন।
আম্বানি পরিবারে বিয়ের এমন আয়োজন নতুন কিছু নয়। ২০১৮ সালে অনন্তর বোন ঈশার বিয়েতে ১০ কোটি ডলার খরচ করা হয়েছিল বলে জানা যায়। ঈশার বিয়েতে ছিল বিয়ন্সের পারফরম্যান্স।
অনন্ত-রাধিকার বাগদান হয়েছিল মুম্বাইতে। আর বিয়ের আগাম উৎসবের জন্য বেছে নেওয়া হয়েছে গুজরাটকে, যেখানে বিশাল শোধনাগার পরিচালনা করে আম্বানির রিলায়েন্স পরিবার।
অনন্তর হবু স্ত্রী রাধিকাও গুণের দিক থেকে কম যান না। মুম্বাইয়ের অভিজাত ক্যাথেড্রাল অ্যান্ড জন কনন স্কুলে পড়া রাধিকা পরে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে ডিগ্রি নেন। হবু শাশুড়ি নীতা আম্বানির মতো রাধিকাও ভারতীয় শাস্ত্রীয় নৃত্যকলা ভরতনাট্যমে পরদর্শী। প্রাণী সুরক্ষা, শিক্ষা এবং মানবাধিকার নিয়ে কাজেও তার আগ্রহ রয়েছে।
মুকেশ-নীতা অতিথিদের আমন্ত্রণপত্রে লিখেছেন, “অত্যন্ত আনন্দচিত্তে সবাইকে অনন্ত-রাধিবার বিবাহপূর্ব উৎসবে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আনন্দ, ভালোবাসা, হাসি ভাগাভাগি করে নিতে এবং সারাজীবন মনে রাখার মতো কিছু স্মৃতির জন্য আপনাকে পাশে চাই।”
তাদের চাওয়া যে পূরণ হবে, তাতে কোনো সন্দেহ নেই।