নতুন এই ভিডিও চিত্রে মডেল হয়েছেন অভিনেতা নিরব হোসেন এবং ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল।
Published : 04 Feb 2025, 03:36 PM
দুই দশকের বেশি সময় আগে টেলিভশনের পর্দায় এসেছিল আদিল হোসেন নোবেল ও সাদিয়া ইসলাম মৌ জুটির 'শাহজাদী মেহেদীর' একটি বিজ্ঞাপন।
সেই বিজ্ঞাপনে গানের কথা ছিল, "ঢেকে রাখো চাঁদ মুখ রূপসী, চুরি হয়ে যাবে রূপ তা জানো কি, রূপ যদি চুরি হয় ভয় কি, রঙে রঙে হয়েছি আমি রূপসী, রঙ লাগল মনে, রঙ লাগল প্রাণে, শাহজাদী মেহেদীর রঙে"
২২ বছর আগের নোবল-মৌয়ের ওই বিজ্ঞাপনের রিমেক তৈরি করা হয়েছে; যেখানে মডেল হয়েছেন অভিনেতা নিরব হোসেন এবং অভিনেত্রী কেয়া পায়েল।
বিজ্ঞাপনটি বানিয়েছেন প্রবীর রায় চৌধুরী।
এফডিসিতে ওই বিজ্ঞাপনটির শুটিং হয়েছে।
প্রবীর গ্লিটজকে বলেন, "বিজ্ঞাপনটি ওই সময়ে যেমন জনপ্রিয় ছিল, গানটি এখনও তেমনই জনপ্রিয় আছে। মানুষের মুখে মুখে ফেরে। সেই চিন্তা থেকেই মনে হল গানটি যদি আবারও সামনে আনা যায় মানুষ সেই পুরনো স্মৃতিতে ফিরে যাবে।
"বিজ্ঞাপনটি পুরনো আদলে নতুন করে থাকছে। শুধু মডেল দুইজন পরিবর্তন হয়েছেন। আগামী ১০ ফেব্রুয়ারি বিজ্ঞাপনটি প্রচার হবে আমরা চেষ্টা করছি।“
২০০৩ সালে নোবেল ও মৌয়ের সেই শাহজাদী মেহেদীর বিজ্ঞাপনটি নির্মাণ করেছিলেন আহমেদ ইউসুফ সাবের।
বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর ও অনিমা ডি কস্টা।