সালমান এবার না নাচলেও অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের সঙ্গে পায়ে পায়ে তাল মেলাবেন আগামীতে।
Published : 18 Jul 2024, 05:37 PM
রজনীকান্ত, শাহরুখ খান, মাধুরী দীক্ষিত থেকে শুরু করে হালের রাণবীর সিং, জাহ্নবী কাপুর– কে নাচেননি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়েতে! কেবল নাচতে দেখা যায়নি বলিউডের ভাইজান সালমান খানকে, যিনি আম্বানিপুত্রের প্রথম প্রাক-বিবাহ অনুষ্ঠানে নেচে গেয়ে মাতিয়েছিলেন একটি সন্ধ্যা।
আনন্দবাজার লিখেছে, সালমান এবার না নাচলেও অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের সঙ্গে পায়ে পায়ে তাল মেলাবেন আগামীতে। কিন্তু সেই নাচের জন্য একটি সময়ের কথা বলেছেন সালমান।
সোশাল মিডিয়ায় অনন্ত-রাধিকার বিয়ের ছবি পোস্ট করে সালমান লিখেছেন, “অনন্ত আর রাধিকা, মিস্টার অ্যান্ড মিসেস অনন্ত আম্বানি। আমি দেখেছি তোমরা একে অপরকে আর নিজেদের পরিবারকে কতটা ভালোবাসো। জীবনে সব সুখের ভাগীদার হও। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। আমি সেই দিন নাচব। যেদিন তোমরা বাবা-মা হবে।”
মহা ধুমধামে অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠান যেন হয়ে দাঁড়িয়েছিল ফ্যাশন শো। সেখানে সাজপোশাকের কারণে আলোচনায় এসেছেন সালমান। এই নায়কের সাজগোজের মধ্যে তার হাতের ঘড়ি নজর কেড়েছে অনুরাগীদের।
ঘড়ি ও রিস্টলেট নিয়ে বরাবরই শৌখিন সালমান। তাই অম্বানীদের বিয়েতেও ঘড়ির বিষয়ে সচেতন ছিলেন।
‘পাটেক ফিলিপ’ ব্র্যান্ডের অ্যাকোয়ানট লুস রেইনবো হট জোয়ালেরি নামের ওই ঘড়ির দাম ভারতীয় মুদ্রায় প্রায় ২৩ কোটি রুপি। এই হাতঘড়িতে খচিত রয়েছে ১৩০টি হীরা। তাছাড়া ঘড়ির ডায়াল ঘিরে রয়েছে নানা রঙের ৭৭৯টি পাথর, যার ফলে রামধনুর মত রঙিন আভা তৈরি হয়েছে ঘড়িতে।