২০০৪ সালে মুক্তি পেয়েছিল রাজকুমার সন্তোষীর ব্লকবাস্টার অ্যাকশন ড্রামা ‘খাকি’। বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল সিনেমাটি।
Published : 27 Oct 2023, 07:05 PM
প্রায় দুই দশক আগের সুপারহিট বলিউড সিনেমা ‘খাকি’র সিক্যুয়েল নির্মিত হতে চলেছে, যেখানে দেখা যাবে অমিতাভ বচ্চনকেও।
সিনেমার প্রযোজক প্রয়াত কেশু রামসের ছেলে আর্যমান রামস সম্প্রতি নিউজ-এইট্টিনকে দেওয়া এক সাক্ষাৎকারে খবরটি নিশ্চিত করেছেন।
আর্যমান জানান, তিনি বহুদিন ধরেই ‘খাকি ২’ তৈরির পরিকল্পনা করছিলেন। এমনকি চিত্রনাট্যও প্রায় শেষের দিকে।
“স্ক্রিপ্টিং চলছে, আমাদের মনে একটি মৌলিক প্লটও আছে। আমরা আগামী বছরের মধ্যে সিনেমাটি নিয়ে ফ্লোরে যাওয়ার পরিকল্পনা করছি। কারণ আগামী বছর মূল সিনেমার দুই দশক পূর্ণ হবে।”
২০০৪ সালে মুক্তি পেয়েছিল রাজকুমার সন্তোষীর ব্লকবাস্টার অ্যাকশন ড্রামা ‘খাকি’। সেসময় বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল সিনেমাটি। প্রশংসিত হয়েছিল অক্ষয় ও ঐশ্বরিয়া রাই বচ্চনের অভিনয়। সুপারহিট হয়েছিল সিনেমার গান। অমিতাভ ছাড়াও অজয় দেবগণ অভিনয় করেছিলেন সেই সিনেমায়।
আর্যমান বলেন, “এবার অমিতাভ বচ্চন ও তুষার কাপুর থাকছেন। মূল সিনেমায় যেহেতু অক্ষয় কুমার, অজয় দেবগণ ও ঐশ্বরিয়া রাই বচ্চনের চরিত্রগুলো মারা গিয়েছিল, তাই তারা থাকছেন না। তাদের পরিবর্তে নতুন কাউকে নেওয়া হবে।”
বর্তমান সময়ে ঘটে যাওয়া একটি ঘটনার মধ্য দিয়ে সিনেমাটি এগিয়ে যাবে বলে জানান প্রয়োজক। মূল সিনেমাটি যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে নতুন পর্ব।