নকীব খানের জনপ্রিয় 'মন শুধু মন ছুঁয়েছে', 'তুমি কি আজ বন্ধু যাবে আমার সাথে' গানগুলো শোনা যাবে বিটিভিতে সন্ধ্যা ৭ টায়।
Published : 19 Jun 2024, 04:33 PM
ঈদের তৃতীয় দিন বিটিভিতে গান শুনিয়েছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী।
বুধবার বিকাল ৪টায় প্রচার হওয়া ফাহমিদা নবীর ‘লুকোচুরি গল্প’ শিরোনামের ওই একক সংগীতানুষ্ঠান উপস্থাপনা করেন ফেরদৌস বাপ্পি।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ টেলিভিশন জানিয়েছে, ‘কে তুমি’, ‘তুমি কখন এসে’, ‘সবটুকু নিয়ে যেওনা’, ‘লুকোচুরি গল্প’সহ মোট নয়টি গানে সাজানো হয় অনুষ্ঠানটি।
‘লুকোচুরি গল্প’ প্রযোজনা করেছেন সাদিকুল ইসলাম নিয়োগি পন্নী।
‘ব্যান্ডশো- মিউজিক্যাল এক্সপ্রেস’ অনুষ্ঠানে ব্যান্ড সংগীত শিল্পী নকীব খান গাইবেন সন্ধ্যা ৭টায়।
ফেরদৌস বাপ্পীর উপস্থাপনায় 'মন শুধু মন ছুঁয়েছে', 'তুমি কি আজ বন্ধু যাবে আমার সাথে' গানগুলো গাইবেন নকীব খান।
ফেইসবুকেও নিজের অনুষ্ঠানের খবর দিয়েছেন নকীব খান।
রাত সাড়ে ৯টায় বিটিভিতে প্রচার হবে গানের অনুষ্ঠান ছায়াছন্দ। আর ১০টা ২০ মিনিটে সরাসরি সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করবেন শিল্পী সন্দিপন দাশ, নিশিতা বড়ুয়া ও পুলক অধিকারি।
এছাড়া টেলিভিশন স্টেশন এনটিভিতে ‘আমাদের গান’ শিরোনামের অনুষ্ঠানে রাত ১২টায় গান গাইবেন মিলন মাহমুদ, লিজা, নিশি শ্রাবণী, সানজিদা রিমি, দীপ্র ও দুর্জয় বড়ুয়াসহ আরো অনেকে।