Published : 20 Jul 2023, 09:29 PM
কয়েকদিন আগেই চাউর হয়েছিল হলিউডের ‘বার্বি’ সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ একজন অভিনেতা। সিনেমাটির বাংলাদেশে মুক্তি উপলক্ষে তার ঢাকায়ও আসার কথা ছিল। শুধু তার নাম-পরিচয়টা আড়াল করে রাখা হয়েছিল।
অবশেষে প্রকাশ্যে এলেন সেই অভিনেতা। ‘বার্বি’র মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় মহাখালীর স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রিমিয়ার শোতে হাজির হন অভিনেতা রমজান মিয়া।
বাংলাদেশে আপ্লুত রমজান এ সময় জানান, হলিউড সিনেমায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত।
শুক্রবার বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে ‘বার্বি’ সিনেমাটি। আন্তর্জাতিক মুক্তির দিনই বাংলাদেশের স্টার সিনেপ্লক্সেও মুক্তি পাবে এটি।
বাংলাদেশি মা ও বাবার সন্তান রমজানের জন্ম যুক্তরাজ্যে। সংগীত ও নৃত্যে পড়াশোনা শেষ করে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি।
বাংলাদেশের সিনেমা সম্পর্কে খুব একটা ধারণা নেই রমজান মিয়ার। বাংলাদেশের কোনো শিল্পীকেও সেভাবে চেনেন না তিনি।
তবে বাংলাদেশের সিনেমায় কাজ করার আগ্রহ আছে জানিয়ে তিনি প্রিমিয়ার শো'তে সাংবাদিকদের বলেন, “এবার বাংলাদেশে এসে আমার অনেকের সঙ্গে পরিচয় হচ্ছে। আমি বাংলাদেশের সিনেমায়ও কাজ করতে চাই।”
ওয়ার্নার ব্রাদার্সের 'বার্বি' সিনেমাটি নির্মাণ করেছেন গ্রেটা গেরউইগ। সিনেমার মূল দুই চরিত্র 'বার্বি'র ভূমিকায় দেখা যাবে মার্গট রবি ও 'কেইন' চরিত্রে রায়ান গসলিংকে। সিনেমায় 'দক্ষিণ এশিয়ান কেইন' চরিত্রে অভিনয় করেছেন রমজান মিয়া।
রমজান মিয়া বলেন, “বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। বাংলাদেশে আসতে পারাটা সব সময় আমার কাছে আনন্দের। এটা আমার কাছে একটা বিশেষ মুহূর্ত। বাংলাদেশে আসার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত।”
রমজানের পৈত্রিক বাড়ি সিলেটে। বাংলাদেশে এসেছে দাদাবাড়িও ঘুরে এসেছেন।
সিলেটের কাজীর বাজার, মাছের বাজার ও মোগলা বাজারে ঘুরেছেন তিনি। পাশাপাশি দক্ষিণ সুরমা উপজেলায় তার দাদার প্রতিষ্ঠিত দাখিল মাদ্রাসায় ঘুরে ঢাকায় ফিরেছেন রমজান।
প্রিমিয়ার শো'কে ঘিরে দেশের বেশ কয়েকজন তারকা শিল্পীও আমন্ত্রিত হয়েছিলেন। এসেছিলেন আশনা হাবিব ভাবনা, পিয়া জান্নাতুল, মুমতাহিনা টয়া, সাফা কবির, নূহাশ হুমায়ূনসহ অনেকে।
অনুষ্ঠানে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, “এই সিনেমাটি নিয়ে বিশ্বজুড়েই সিনেমাপ্রেমীদের মাঝে তুমুল আগ্রহ আছে। বাংলাদেশের দর্শকের জন্য সিনেমাটি আনতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও আমরা বিশ্বের সাড়া জাগানো সিনেমাগুলি আমাদের দর্শকদের জন্য নিয়ে আসব।”
দেশের ইতিহাসে কোনো হলিউডি সিনেমার প্রিমিয়ারে স্বয়ং অভিনেতার উপস্থিত থাকার ঘটনা এটাই প্রথম বলে জানায় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
রুহেল বলেন, “বার্বি’র মত আলোচিত একটি সিনেমায় বাংলাদেশের একজন অভিনয় করেছেন, এটা নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের বিষয়। বার্বি’র প্রিমিয়ারে সেই অভিনেতাকে আমরা হাজির করতে পেরে আমাদের ভীষণ ভালো লাগছে।”
তবে ‘বার্বিই’ রমজান মিয়ার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নয়। এর আগে 'গোস্ট স্টোরিজ' সিনেমায় কাজ করেছেন। ২০১৬ সালে ব্রিটিশ ভৌতিক এই চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন তিনি। অ্যান্ডি নাইম্যান ও জেরেমি ডায়সনের নির্মিত ওই সিনেমায় এসথার গুডম্যান নামে এক নারীর প্রেমিকের ভূমিকায় অভিনয় করেন রমজান। এরপর 'এনোলা হোমস টু', 'লিগেসি', 'নাকা'সহ হলিউডের বেশ কয়েকটি সিনেমায়ও অভিনয় করেছেন।
বার্বি সিনেমায় মার্কিন পপ তারকা ডুয়া লিপা ‘মারমেইড বার্বি’চরিত্রে অভিনয় করেছেন। নিকোলা কফলানকে ‘কূটনীতিক বার্বি’ চরিত্রে দেখা যাবে। আনা ক্রুজ কেইন আসবেন ‘বিচারপতি বার্বি’ হয়ে। এছাড়া ‘ইনসিকিউর’ খ্যাত ইসা রে অভিনয় করেছেন ‘প্রেসিডেন্ট বার্বি’র চরিত্রে। এমা ম্যাকিকে দেখা যাবে ‘পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী বার্বি’র চরিত্রে।
সিনেমায় আরও দেখা যাবে এমারেল্ড ফেনেল, স্কট ইভান্স, কিংসলে বেন-আডির, কেইট ম্যাককিনন, মাইকেল সেরা,আমেরিকা ফেরেরা, কনর সুইনডেলসকে। আর ধারা বর্ণনা শোনা যাবে ডেম হেলেন মিরেনের কণ্ঠে।