গাজী রাকায়েত ও উর্মিলার ‘শূন্যতায় বসবাস’

শিক্ষক-ছাত্রীর একাকীত্বের গল্প নিয়ে নাটক ‘শূন্যতায় বসবাস’ শুক্রবার রাত সাড়ে ৯টায় প্রচারিত হবে এনটিভিতে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2023, 07:19 AM
Updated : 18 May 2023, 07:19 AM

শ্রেণিকক্ষে পাঠদান আর ছবি এঁকেই দিন কাটে রাশেদ স্যারের, স্ত্রী-সন্তান ছেড়ে চলে যাওয়ায় তার হৃদয় জুড়ে অসীম এক শূন্যতা; যদিও একটা সময় পর সেই শূন্যতার জায়গা জুড়ে আসে তারই বিভাগের এক শিক্ষার্থী।

শিক্ষক-ছাত্রীর একাকীত্বের এই গল্পে নির্মিত নাটক ‘শূন্যতায় বসবাস’ শুক্রবার রাত সাড়ে ৯টায় প্রচারিত হবে এনটিভিতে।

নাটকে রাশেদ স্যারের এই চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, আর গভীর শূন্যতায় পাশে পাওয়া সেই শিক্ষার্থীর ভূমিকায় অভিনয় করেছেন উর্মিলা শ্রাবন্তী কর।

একসঙ্গে প্রথম কোনো নাটকে অভিনয় করেছেন গাজী রাকায়েত ও উর্মিলা। নুরুল আলম তৌফিকের লেখা নাটকটি পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ।

নির্মাতা সাইফ আহমেদ গ্লিটজকে বলেন, এক শূন্যতার মাঝে বসবাস করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক রাশেদ। স্যারের স্ত্রী ও মেয়ে তাকে ছেড়ে চলে গেছে দেশের বাইরে। একাকী শূন্যতার মাঝেই বসবাস তার।

“এদিকে অর্পা চারুকলা বিভাগের শিক্ষার্থী। রাশেদ স্যারের এই শূন্যতার জীবনের মাঝে অর্পা রঙধনু হয়ে আসে। রাশেদ স্যারের পেইন্টিং এর ভক্ত হয়ে যায় অর্পা। একটা সময় জানা যায়, রাশেদ স্যারের মত অর্পাও শূন্যতায় বাস করছে। আরও জানা যায়, অর্পার মা ইশিতার সঙ্গে রাশেদ স্যারের প্রেমের সম্পর্ক ছিল। গল্পটি এভাবেই এগিয়ে যায়।“

নাটকটির প্রযোজনা সংস্থা দুরন্ত টেলিফিল্ম। প্রযোজনা করেছেন সুমন আব্বাস।