‘ভেজাল কাদের’ নাটকের প্রচার শিগগিরই।
Published : 05 Mar 2025, 11:49 PM
গ্রামীণ প্রেক্ষাপটে মজার কিছু ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘ভেজাল কাদের’।
রাজীব মনি দাসের রচনায় নাটকটি পরিচালনা করছেন নাজনীন হাসান খান।
নাটকের অভিনয় করেছেন আ খ ম হাসান, মৌসুমী হামিদ, তারেক স্বপন, রকি খান, রেবেকা রউফ, কাজী রাজু, আশরাফুল আশীষ, ফরিদ হোসাইন, ফাহমিদা রহমান তৃষা, এবি রশিদসহ অনেকে।
এক বিজ্ঞপ্তিতে পরিচালক নাজনীন হাসান খান জানিয়েছেন, সম্প্রতি দৃশ্যধারণ শেষ হয়েছে নাটকটির। খুব শিগগিরই প্রচার শুরু হবে ‘ভেজাল কাদের’ নাটকের।
নাটকের গল্পে দেখা গেছে, গ্রামের কাদের নামের এক ব্যক্তি এলাকার লোকজনকে বিভিন্ন পরামর্শ দিয়ে সাহায্য করতে চায়। তবে এ যাবৎ তিনি যতগুলো পরামর্শ দিয়েছেন, অধিকাংশই হিতে বিপরীত হয়েছে। ওই গ্রামে আছে আনু পাগলা। এই দুজনের নানা কর্মকাণ্ড হাস্যরসের মাধ্যমে নাটকে ফুটিয়ে তুলেছেন নির্মাতা।
'ভেজাল কাদের' নিয়ে পরিচালক খান বলেন, "হাসির মাধ্যমে মানুষের জীবন দর্শন নাটকের মাধ্যমে প্রকাশ করা সত্যিই ভালো লাগার বিষয়। ভেজাল কাদের চরিত্রের মাধ্যমে আমরা যেন সমাজ জীবনে পরিবর্তনের একটা আবহ তৈরি করতে বদ্ধ পরিকর। নাটকের চরিত্রগুলো দিয়ে সেই বার্তাই দেওয়ার চেষ্টা করেছি।"
নাট্যকার রাজীব মণি দাস বলেছেন সমাজে কেউ কিছু করতে গেলে অন্যরা তিরস্কার করা শুরু করে। তাতে ওই ব্যক্তি বাধাগ্রস্ত হয় এবং ক্ষেত্র বিশেষে তার গতিপথ থেকে সরে আসে।
“ভেজাল কাদের তার ব্যতিক্রম। সে অনড়, দৃঢ়প্রতিজ্ঞ। আর তাই পরামর্শ দিয়ে এক সময় সে সফলও হয়।"