আলেকজান্দ্রা গ্রান্টের সঙ্গে লম্বা সময় ধরে প্রেম করছেন হলিউড তারকা।
Published : 01 Apr 2023, 05:02 PM
‘ম্যাট্রিক্স’ তারকা কিয়ানু রিভস তার ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই পছন্দ করেন। তবু নিজের কোনো কিছু প্রকাশ করলে সেটি ‘বিশেষ’ করে তোলেন হলিউডের এই অভিনেতা।
সিএনএন জানিয়েছে, সম্পতি ‘জন উইক ৪’ খ্যাত তারকার কাছে তার সর্বশেষ আনন্দঘন মুহূর্তটি সম্পর্কে জানাতে চায় পিপল ম্যাগাজিন।
জবাবে অভিনেতা বলেন, “এই তো কিছুদিন আগে আমার প্রেমিকার সাথে সময় কাটিয়েছি। অন্তরঙ্গ সময় কাটিয়েছি দুজনে। প্রাণ ভরে হেসেছি দুজনে। বড্ড ভালো লাগছিল। পাশাপাশি থাকতে পারাটা সত্যিই খুব দারুণ।”
৫৮ বছর বয়সী কিয়ানুর প্রেমিকা আলেকজান্দ্রা গ্রান্ট লস অ্যাঞ্জেলেসের একজন সমাজসেবী ও শিল্পী। তার বয়স এখন ৪৯।
তাদের প্রেমের খবরে ভক্ত-অনুরাগীদের অনেকেই দাবি, কাছাকাছি বয়সের আলেকজান্দ্রার সঙ্গে প্রেম করে হলিউড অভিনেতাদের কম বয়সী প্রেমিকা থাকার রীতিকে ভেঙে দিয়েছেন এ অভিনেতা।
তবে এই তারকা জুটি লম্বা সময় ধরে চুটিয়ে প্রেম করছেন বলে সিএনএন জানিয়েছে।
তারা যৌথ উদ্যোগে ২০১১ সালে ‘ওড টু হ্যাপিনেস’ ও ২০১৬ সালে ‘শ্যাডোস’ নামের দুটি বই প্রকাশ করেন।
কিয়ানু চার্লস রিভস, ভক্তকূলে পরিচিত কিয়ানু রিভস নামে। হলিউডের শীর্ষ সারির এই তারকা একাধারে অভিনেতা, সংগীতশিল্পী, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও কমিক বইয়ের লেখক।
চলচ্চিত্র জগতে প্রবেশ করে তিনি ‘দ্য ম্যাট্রিক্স’, ‘স্পিড’, ‘পয়েন্ট ব্রেক’, ‘ডেস্টিনেশন ওয়েডিং’, ‘সুইট নভেম্বর’, ‘প্যারেন্টহুড’, আ ওয়াক ইন দ্য ক্লাউড’র মতো জনপ্রিয় সব সিনেমা উপহার দিয়েছেন।