সাড়া তোলা সিনেমা ‘স্ত্রী ২’ এর অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও অনুষ্ঠানে পারফর্ম করবেন।
Published : 21 Mar 2025, 12:20 PM
কলকাতার ইডেন গার্ডেনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন ভারতের হিন্দি সিনেমা ও সংগীত জগতের এক ঝাঁক তারকা।
শনিবার থেকে শুরু হতে চলা আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে কারা অংশ নিচ্ছেন সে ধারণা দিয়েছে বলিউডলাইফ ডটকম।
প্রথম ম্যাচে স্বাগতিক কেকেআরের মুখোমুখি হবে আরসিবি। ম্যাচের আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ওই আয়োজনে ইডেনে একসঙ্গে উপস্থিত থাকতে চলেছেন শাহরুখ খান ও সালমান খান। শাহরুখ আসবেন নিজের দল কেকেআরের খেলোয়াড়দের উৎসাহ দিতে।
ঈদ ঘিরে নিজের নতুন সিনেমা ‘সিকান্দারের’ প্রচার কাজের জন্য আইপিএলের উদ্বোধনী মঞ্চে উঠবেন সালমান।
সাড়া তোলা সিনেমা ‘স্ত্রী ২’ এর অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও অনুষ্ঠানে পারফর্ম করবেন। এছাড়া বরুণ ধাওয়ান, দিশা পাটানি, করণ অউজলা এবং সঞ্জয় দত্তও পারফর্ম করতে পারেন বলে জানা গেছে।
অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল গান গেয়ে শোনাবেন উদ্বোধনীতে।
এর বাইরে সাইফ আলী খান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, প্রিয়াঙ্কা চোপড়া, মাধুরী দীক্ষিত, কারিনা কাপুর খান, সারা আলী খান, উর্বশী রাউতেলা, আয়ুষ্মান খুরানারা আয়োজনে থাকবেন। তবে তারা অথিতি হিসেবে থাকবেন নাকি পারফর্ম করবেন, তা নিশ্চিত নয়।
এবারের আসরে অংশ নিচ্ছে ১০টি দল। আইপিএলের গ্র্যান্ড ফাইনাল হবে আগামী ২৫ মে।