Published : 04 Jan 2023, 08:47 PM
নওয়াজউদ্দীন সিদ্দিকী দুই যুগ ধরে বলিউডে, করেছেন অনেক ছোটখাটো চরিত্র; তবে যোগ্যতার প্রমাণ রেখে এখন ছড়াচ্ছেন দ্যুতি, তাই আর ছোটখাটো চরিত্রে কাজ করতে চাইছেন না তিনি।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দীন বলেছেন, “আমাকে ২৫ কোটি রুপি দিলেও ছোট চরিত্রে আর কাজ করব না।”
নওয়াজউদ্দীনের বলিউডে পদচারণা দুই দশক ধরে। সুজয় ঘোষের ‘কাহানি’তে দর্শকের নজরে পড়লেও তার আগে সংগ্রাম করতে হয়েছিল তাকে।
নওয়াজের বিশ্বাস, প্রতিভাবান ব্যক্তি এক সময়ে তার প্রাপ্য পেয়েই যান।
“অর্থ এবং খ্যাতি মানুষের পরিশ্রমেই ফসল। পরিশ্রমী অভিনেতাকে অর্থ এবং খ্যাতি দুটোই ধরা দেবে। নিজেকে এতটাই যোগ্য করে তুলুন, এসব যেন আপনার দাস হয়ে থাকে।”
শেষ বার নওয়াজকে দেখা গিয়েছিল ‘হিরোপান্টি ২’ সিনেমায়। আগামীতে তাকে কঙ্গনা রানাউতের হোম প্রোডাকশন ‘টিকু ওয়েডস শেরু’তে দেখা যাবে।
এছাড়াও অক্ষত অজয় শর্মা পরিচালিত ‘হাড্ডি’তে রূপান্তরকামী নারী চরিত্রে অভিনয় করেছেন নওয়াজ। ১৫ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।