ময়মনসিংহের বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে ‘জ্বীন ৩’।
Published : 06 Mar 2025, 07:13 PM
একটা বছর সময় নিয়ে নুসরাত ফারিয়া অভিনীত 'জ্বীন' সিনেমার তৃতীয় কিস্তি ‘জ্বীন ৩’ আসছে এবারের রোজার ঈদে।
এর মধ্যে সিনেমাটির শুটিং, ডাবিং শেষ হয়ে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ঈদে ‘জ্বীন ৩’ মুক্তি দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিনেমার নির্মাতা কামরুজ্জামান রোমান।
তিনি গ্লিটজকে বলেন, "সিনেমার শুটিং শেষ করে এখন গানের শুটিং চলছে। ‘মোনা: জ্বীন-২’ সিনেমা থেকে এবারের গল্পটা অনেক বেশি ভালো। সাড়া ফেলবে বলে আশা রাখছি।"
চিত্রনাট্য নিয়ে এই পরিচালক বলেন, "আগে ছিল বাচ্চা মেয়েকে নিয়ে গল্প, এবার একটা ছেলের গল্প উঠে এসেছে। ময়মনসিংহের বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি হচ্ছে সিনেমাটি। এতে ভৌতিক ব্যাপার আছে, ইমোশন আছে। দর্শক গল্পের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পারবে।"
নুসরাত ফারিয়াসহ ‘জ্বীন ৩’ সিনেমায় অভিনয় করেছেন আবদুন নূর সজল, তানিয়া আহমেদ, নাদের চৌধুরীসহ অনেকে।
নির্মাতা রোমান বলেন, "প্রায় সাত বছর পর জাজ মাল্টিমিডিয়ায় কাজ করছেন ফারিয়া। ফারিয়াকে এমন চরিত্রে দেখা যায়নি, সবাই তো তাকে গ্ল্যামারাস লুকে দেখে অভ্যস্ত। ফারিয়াকে গ্রামের এক সহজ সরল চরিত্রে দেখা যাবে।“
সিনেমায় তিনটি গান রয়েছে এবং খুলনায় গানের শুটিং হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা।
এদিকে জাজ মাল্টিমিডিয়ার ফেইসবুক পেইজেও সিনেমাটির পোস্টার এসেছে। যেখানে দেখা গেছে, সাদা বস্তায় বন্দি একটি শিশু, যার চোখ ভৌতিক। চারপাশে ধোঁয়া ও অন্ধকারের মধ্যে আগুনের আবছা কুণ্ডলী।
২০২৩ সালে মুক্তি পেয়েছিল ‘জ্বীন’ সিনেমা। ভালো ব্যবসা হওয়ায় সেটির ধারাবাহিকতায় গত রোজার ঈদে মুক্তি পেয়েছিল ‘মোনা: জ্বীন-২’।