‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ সিনেমার প্রতিদিন শো চলছে ২০টি এবং মাই হিরো একাডেমিয়া: ইউ আর নেক্সট’ সিনেমার আটটি শো চলছে।
Published : 25 Feb 2025, 12:46 AM
হলিউডে মুক্তির দশদিন পর ঢাকার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে ‘ক্যাপ্টেন আমেরিকা’ সিরিজের নতুন সিনেমা ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’।
বিজ্ঞপ্তিতে স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, সোমবার থেকে স্টার সিনেপ্লেক্সে পাঁচটি শাখায় চলছে সিনেমাটি। পাশাপাশি মুক্তি পেয়েছে জাপানি অ্যানিমেশন সিনেমা ‘মাই হিরো একাডেমিয়া: ইউ আর নেক্সট’।
‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ সিনেমার প্রতিদিন শো চলছে ২০টি এবং মাই হিরো একাডেমিয়া: ইউ আর নেক্সট’ সিনেমার শো চলছে আটটি।
‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’
‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ আন্তর্জাতিকভাবে মুক্তি পায় গত ১৪ ফেব্রুয়ারিতে; মুক্তির আগেই ট্রেইলার টিজার দেখিয়ে ঝড় তুলেছিল মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৫তম সিনেমাটি।
জুলিয়াস ওনাহ পরিচালিত এই সিনেমার গল্প শুরু হবে ‘দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার’ সিরিজের পর থেকে। স্টিভ রজার্সের অবসরের পর ক্যাপ্টেন আমেরিকার দায়িত্ব পেয়েছেন স্যাম উইলসন। সেখানে স্যাম উইলসন স্টিভ রজার্সের দেওয়া ঢালটি গ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও নতুন জেগে ওঠা ‘তিয়ামুত’ দ্বীপের আধিপত্য নিয়ে বিশ্বরাজনীতির চাপে কীভাবে ক্যাপ্টেন আমেরিকার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন স্যাম সেটাই দেখা যাবে এই সিনেমায়।
‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ সিনেমায় প্রথমবারের মত দেখা গেছে রেড হাল্ককে। অভিনেতা উইলিয়াম হার্টের মৃত্যুতে সেই চরিত্রে অভিনয় করছেন ‘ইন্ডিয়ানা জোনস’খ্যাত অভিনেতা হ্যারিসন ফোর্ড।
সিনেমায় নতুন ক্যাপ্টেন আমেরিকার ভূমিকায় অ্যান্থনি ম্যাকির অভিনয় দেখার অপেক্ষায় দর্শকরা।
‘মাই হিরো একাডেমিয়া: ইউ আর নেক্সট’
‘মাই হিরো একাডেমিয়া: ইউ আর নেক্সট’ সিনেমাটি জনপ্রিয় মাই হিরো একাডেমিয়া সিরিজের দ্বিতীয় ফিচার ফিল্ম।
এটি কোহেই হোরিকোশির তৈরি মাঙ্গা সিরিজের ওপর ভিত্তি করে নির্মিত। অ্যাকশন ফ্যান্টাসি ঘরানার এই সিনেমা পরিচালনা করেছেন টেনসাই ওকামুরা।