Published : 05 Sep 2024, 09:53 PM
রবিউল আলম রবির পরিচালনায় মেহজাবীন চৌধুরী অভিনীত ‘ফরগট মি নট’ ওয়েব ফিল্মটি দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
বৃহস্পতিবার রাত আটটা থেকে প্রচারিত হচ্ছে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের চতুর্থ এই সিনেমাটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে চরকি জানিয়েছে, চরকি অরিজিনাল ফিল্ম ‘ফরগেট মি নট’ ৫ সেপ্টেম্বর রাত ৮টায় মুক্তি পেতে যাচ্ছে।
ওয়েব ফিল্মটিতে দেখা যাবে, ফাহিম ও অর্থীর প্রেমের গল্প। যেই সম্পর্কে রাগারাগি, অভিমান, বোঝাপড়া, রেসপনসিবিলিটি সবই ছিল। ফাহিম একসময় ছাত্র আন্দোলনের সঙ্গে কিছুটা জড়িয়ে পড়ে। এ নিয়ে অর্থীর ছিল উৎকণ্ঠা। বিষয়গুলো তাদের সম্পর্ককেও প্রভাবিত করত।
এমন শত–সহস্র ঘটনায়–কথায় এগিয়ে চলছিল তাদের সময়গুলো। কিন্তু আরও অনেক জীবনের মত ফাহিম–অর্থীর জীবনেও আসে নতুন মোড়। কী সেই মোড়, সেই গল্পই দেখা যাবে ওয়েব ফিল্মটিতে।
‘ফরগেট মি নট’ প্রসঙ্গে রবিউল আলম রবি বলেন, ”একটা সরল প্রেমের গল্প নিয়ে চরিত্রপ্রধান একটা ফিল্ম বানানোর চিন্তা করছিলাম আমি, তখন ফারুকী ভাইয়ের কাছে এই গল্পের মূল আইডিয়াটা শুনি। ফারুকী ভাই এত সুন্দর করে বললেন, আমি প্রথমবার শুনেই অভিভূত হয়ে যাই।
“একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুজন মানুষ হারিয়ে ফেলা ভালোবাসা আবারও খুঁজে নেওয়ার অভিযাত্রায় জড়িয়ে পড়ে। উন্মোচিত হয় সম্পর্কের মাঝে লুকিয়ে থাকা কিছু অস্বস্তিকর ও অজানা সত্য। ‘ফরগেট মি নট’ একইসঙ্গে স্মৃতিচারণ, অপরাধবোধ ও অনুধাবনের গল্প।”
ওয়েব ফিল্মটির অর্থী চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, ফাহিম চরিত্রে আছেন ইয়াশ রোহান, ইরফান সাজ্জাদ অভিনয় করেছেন মর্তুজা চরিত্রে, আর ফাহিমের মায়ের চরিত্রে আছেন বিজরী বরকতউল্লাহ।
নিজের চরিত্র নিয়ে ইয়াশ রোহান বলেন, "ফাহিম তার পছন্দের কাজ নিয়ে খুব উৎসাহী। সে তার ভালোলাগাকে গুরুত্ব দিতে চায়। কিন্তু একইসঙ্গে চরিত্রটির উদাসীনতাও আছে। যার ফলে বন্ধু–স্বজন, মা, পছন্দের মানুষের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। এই দূরত্ব তার জীবনের সমস্যা আরও বাড়িয়ে দেয় এবং এর থেকে সৃষ্ট সমস্যারও মুখোমুখি হতে হয় ফাহিমকে।"
‘ফরগেট মি নট’ ওয়েব ফিল্মটি ‘মিনিস্ট্রি অফ লাভ’ প্রজেক্টের চতুর্থ ফিল্ম। এর আগে প্রজেক্টটির ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘মনোগামী’ এবং ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ওয়েব ফিল্মগুলো জনপ্রিয়তা পেয়েছে।