পারফর্মেন্স শেষে স্টেজেই অসুস্থ হয়ে গেলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু বাঁচানো যায়নি।
Published : 21 Dec 2024, 01:45 AM
অর্থহীন ব্যান্ডের সাবেক গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ব্যান্ড 'অ্যাভয়েডরাফা' র রায়েফ আল হাসান রাফা।
তিনি ফেইসবুকে লিখেছেন, "রামপুরায় একটি ঘরোয়া অনুষ্ঠানে পারফর্ম করছিলেন। পারফর্মেন্স শেষে স্টেজেই অসুস্থ হয়ে গেলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়। ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তার।"
শোক প্রকাশ করে রাফা লিখেছেন, "আমার প্রথম মেন্টর ছিলেন তিনি। মিউজিশিয়ান হিসেবে কীভাবে নিজেকে গড়ে তুলতে হয় তিনি শিখিয়েছেন। বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম সেরা গিটারিস্ট ছিলেন, তার শূন্যতা কখনো পূরণ হবে না।"
পিকলুর মৃত্যুতে শোক জানিয়ে ফেইসবুকে ব্যান্ড ভাইকিংস লিখেছেন, "আমরা একটি রত্ন হারিয়েছি। পিকলু ভাই, শান্তিতে থাকুন।"
চলতি বছরের শুরুতেও একবার হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি ছিলেন এই গিটারিস্ট।
পিকলুর পরিবারের সদস্যরা কেউ দেশে নেই। আপাতত মালিবাগের মাল্টিকেয়ার হাসপাতালের মর্গে রাখা হয়েছে তার লাশ।
রকস্ট্রাটা, জলি রজার্স, মাকসুদ ও ঢাকার মত ব্যান্ডের সঙ্গে বাজিয়েছেন পিকলু। সেশন গিটারিস্ট হিসেবেও অনেক ব্যান্ড এবং শিল্পীদের সঙ্গে দেখা গেছে তাকে।
নব্বইয়ের দশকের প্রথম দিকে কিছুদিন তিনি ওয়ারফেজে ছিলেন। এরপর অর্থহীন ব্যান্ডে যোগ দেন ১৯৯৯ সালে।
অর্থহীনের 'রাতের ট্রেন', 'গুটি ফ্রম হেল', 'নির্বোধ', 'অদ্ভুত সেই ছেলেটি'সহ বেশ কিছু জনপ্রিয় গানে গিটার বাজিয়েছেন পিকলু।