এ বছর নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও কোন পদের বিপরীতে একাধিক কোন প্রার্থী ছিল না।
Published : 30 Nov 2024, 02:32 PM
আগামী দুই বছরের জন্য গীতিকবি সংঘের নির্বাহী কমিটি দায়িত্ব নিয়েছে।
১৫ সদস্য বিশিষ্ট কমিটির সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত শুক্রবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে দায়িত্ব হস্তান্তর হয়।
এতে বিদায়ী সভাপতি শহীদ মাহমুদ জঙ্গীর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন নতুন সভাপতি আসিফ ইকবাল এবং সাধারণ সম্পাদক জয় শাহরিয়ার।
নবগঠিত নির্বাহী কমিটিতে আরও আছেন সহ-সভাপতি বাপ্পী খান, যুগ্ম সাধারণ সম্পাদক বাকিউল আলম, সাংগঠনিক সম্পাদক সীরাজুম মুনির, অর্থ সম্পাদক এনামুল কবীর সুজন, প্রচারক ও প্রকাশনা সম্পাদক রেজাউর রহমান রিজভী, সংস্কৃতিক সম্পাদক সাকী আহমেদ, দপ্তর সম্পাদক আপন আহসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তুষার হাসান, কার্যনির্বাহী সদস্য আশরাফ বাবু, আশফাকুল বারী রুমন, অধরা জাহান, রবিউল আউয়াল ও তালহা বিন পারভেজ।
২০২০ সালের ২৪ জুলাই বাংলা গীতিকবিতার ঐতিহ্য সংরক্ষণ, মানোন্নয়ন এবং গীতিকবিদের অধিকার ও স্বার্থ সুরক্ষার লক্ষ্য নিয়ে গঠিত হয় গীতিকবি সংঘ, বাংলাদেশ।
প্রথম পাঁচ মাস সমন্বয় কমিটির মাধ্যমে এর কার্যক্রম পরিচালিত হয়। এরপর ২০২২ সালের ২৯ জুলাই সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও কোন পদের বিপরীতে একাধিক কোন প্রার্থী ছিল না। তাই সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নকীব খান। সাথে ছিলেন আরেক নির্বাচন কমিশনার ফোয়াদ নাসের বাবু।
'সংঘজনের গীতিকবিতা' প্রকাশ
অনুষ্ঠানে 'সংঘজনের গীতিকবিতা' শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অ্যাডর্ন পাবলিকেশন ও গীতিকবি সংঘ বাংলাদেশ যৌথভাবে বইটি প্রকাশ করেছে।
বইটিতে কে জি মোস্তফা, গাজী মাজহারুল আনোয়ার, মো. রফিকুজ্জামান, মুন্সি ওয়াদুদ, নাসির আহমেদ, শহীদ মাহমুদ জঙ্গি, লিটন অধিকারী রিন্টু, মিল্টন খন্দকার, গোলাম মোর্শেদ, আসিফ ইকবাল, কবীর বকুল, বাপ্পি খান, সেজান মাহমুদ, প্রিন্স মাহমুদ, তানভীর তারেক, বায়জীদ খুরশীদ রিয়াজ, জুলফিকার রাসেল, সীরাজুম মুনির, জয় শাহরিয়ার, রবিউল ইসলাম জীবন, এস এ হক অলীক, অধরা জাহানসহ বেশ কয়েকজন গীতিকবির সংক্ষিপ্ত পরিচিতি, ছবি, তাদের বিখ্যাত ১০টি গানের শিরোনাম এবং একটি পূর্ণাঙ্গ গীতিকবিতা স্থান পেয়েছে।