শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় হবে 'কেন্দ্র বরাবর সুড়ঙ্গটির নাম পৃথিবী' নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
Published : 03 Dec 2024, 11:20 AM
প্রতিবন্ধীদের নাট্য সংগঠন 'সুন্দরম’ ঢাকার মঞ্চে একটি নাটক মঞ্চস্থ করতে চলেছে।
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় 'কেন্দ্র বরাবর সুড়ঙ্গটির নাম পৃথিবী' নাটকের দ্বিতীয় প্রদর্শনী হবে।
সংগঠনটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই নাটকে বিভীষিকাগ্রস্থ এক মনোজগতের গল্প তুলে ধরা হয়েছে।
এই নাটকের প্রথম প্রদর্শনী হয়েছিল গত এপ্রিলে।
এইচ.এস রাজন ও সাকী ব্যানার্জী লেখা 'কেন্দ্র বরাবর সুড়ঙ্গটির নাম পৃথিবী'র নির্দেশনা দিয়েছেন রফিকুল ইসলাম ও এশা ইউসুফ।
অভিনয় করছেন অন্তরা দাস, আহসান মহিউদ্দিন খান বাপ্পা, আবদুল্লাহ আল মামুন, এস এম ফেরদৌস ইকরাম ফয়সাল, কনিকা রায়, কপোতাক্ষী নূপুরমা সিঞ্চি, কাজল খান, নুর মোহাম্মদ মুন্সী, ফারহানা আলী পিংকি, মোর্শেদ মিয়া, মামুনুর রশীদ ইফতি, শাহজাদা কবির শুভসহ অনেকে।
সুন্দরম জানিয়েছে, দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীকে মূলধারার সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমে সংযুক্ত করাই তাদের লক্ষ্য। মেধা ও শারীরিক যোগ্যতানুযায়ী প্রতিবন্ধী শিল্পীদের নানা শাখায় প্রশিক্ষণ দিয়ে তাদের সৃষ্টিশীলতাকে বিকশিত হওয়ার পথ সুগম করার কাজ করছে সংগঠনটি।
প্রতিবন্ধীদের সৃষ্টিশীল শিল্পচর্চা কেন্দ্র হিসেবে ২০১৯ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় 'সুন্দরম'। বর্তমানে দেশের আটটি বিভাগে পরিচালিত হচ্ছে তাদের কার্যক্রম।
১৯৯২ সাল থেকে বিশ্বব্যাপী পালন করা হচ্ছে জাতিসংঘ ঘোষিত আন্তজার্তিক প্রতিবন্ধী দিবস। বাংলাদেশে পালিত হচ্ছে ১৯৯৮ সাল থেকে।
'অন্তর্ভূক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ' প্রতিপাদ্য নিয়ে এবার ঢাকায় দিবসটি পালন করা হবে।