গত ২২ এপ্রিল দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ‘পদ্মশ্রী’ পদক নেন বন্যা।
Published : 07 May 2024, 06:43 PM
ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ পদক নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
মঙ্গলবার সকালে গণভবনে যান শিল্পী। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠকন্যা শেখ রেহানা।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে রেজওয়ানা চৌধুরী বন্যা কিছুটা মজার ছলে বলেন, “এটা তো একেবারেই ব্যক্তিগত সাক্ষাৎ করেছি। সাংবাদিকেরা জেনে গেল কিভাবে? ওখানে তো কোনো সাংবাদিক ছিল না।”
বন্যা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভারত সরকারের কাছ থেকে আমি যে পদকটি পেয়েছি, সেটি আপাকে দেখাতে গিয়েছিলাম। পদক আর সার্টিফিকেটটা দেখিয়েছি। আপা আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, অনেক আদর করেছেন, এটুকুই।”
সংগীতে অসামান্য অবদানের জন্য ভারত সরকার এ বছর রেজওয়ানা চৌধুরী বন্যাকে পদ্মশ্রী সম্মাননা দিয়েছে।
গত ২২ এপ্রিল দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ‘পদ্মশ্রী’ পদক নেন বন্যা।
রাষ্ট্রপতি ভবনে আয়োজিত ওই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও উপস্থিত ছিলেন।
১৯৫৭ সালের ১৩ জানুয়ারি রংপুর জেলায় জন্ম নেওয়া বন্যা প্রথমে ছায়ানট এবং পরে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। সেখানে শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন ও আশীষ বন্দ্যোপাধায়ের মত সংগীতজ্ঞদের সান্নিধ্যে আসেন তিনি।
সংগীত শিক্ষা প্রতিষ্ঠান ‘সুরের ধারার’ প্রতিষ্ঠাতা বন্যা রবীন্দ্র সংগীত নিয়ে কয়েকটি বইও লিখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ও নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করছেন।
২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার পান বন্যা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’, ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত এ শিল্পী।