বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটে দেখা যাবে ‘ফাউল’ নাটকটি
Published : 07 Nov 2024, 10:12 AM
এনটিভিতে শুরু হতে যাচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ফাউল’। সুজনকাঠী গ্রামের তালুকদার বাড়ির একমাত্র জামাই মনির হোসেনকে ঘিরে এ নাটকের গল্প।
এক বিজ্ঞপ্তিতে এনটিভি জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটে দেখা যাবে নাটকটি। প্রতি সপ্তাহের তিন দিন বৃহস্পতি, শুক্র ও শনিবার ‘ফাউল’ প্রচারিত হবে।
আল আমিন স্বপনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক। অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, আব্দুল্লাহ রানা, আশরাফ সুপ্ত, মুসাফির সৈয়দ বাচ্চু, তানহা তাসনিয়া, রোবেনা রেজা জুঁই, নওশিন দিশাসহ অনেকে।
নাটকের গল্পে দেখা যাবে, মনির হোসেন প্রবাস থেকে দেশে ফিরে নিজের বাড়িতে না গিয়ে সরাসরি শ্বশুর বাড়িতে চলে আসায় শ্বশুর আদম আলী তালুকদার জামাইয়ের উপর বিরক্ত। কারণ তিনি চান না তার মেয়ে জামাই বাড়িতে থাকুক।
এদিকে বাড়িতে এসেই একের পর এক উদ্ভট কর্মকাণ্ড ঘটিয়ে চলছেন মনির। তার সেসব কর্মকাণ্ড ঘিরেই এগিয়ে যাবে নাটকের গল্প।
পরিচালক তাইফুর জাহান আশিক বলেন, গ্রামীণ গল্পের প্রেক্ষাপটে নির্মিত এ নাটকে হাস্যরস্যের পাশাপাশি দেখানো হবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে ঘটে যাওয়া নানা ঘটনা।