‘রূপসা নদীর বাঁকে’র পর তানভীর মোকাম্মেলের কাহিনীচিত্র হতে চলেছে পল্লীকবি জসীমউদদীনের ‘সোজন বাদিয়ার ঘাট’।
Published : 05 Sep 2022, 10:07 PM
পল্লীকবি জসীম উদদীনের কাব্যগ্রন্থ ‘সোজন বাদিয়ার ঘাট'র চলচ্চিত্রে আনতে যাচ্ছেন নির্মাতা তানভীর মোকাম্মেল।
দুই ঘণ্টা দৈর্ঘ্যের এ সিনেমার অভিনেতা-অভিনেত্রী ও লোকেশন চূড়ান্ত করার পর্বে রয়েছে বলে নির্মাতার প্রযোজনা সংস্থা কিনো আই ফিল্মস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
তানভীর মোকাম্মেলের সবশেষ সিনেমা ছিল ‘রূপসা নদীর বাঁকে’। এর আগে ‘নদীর নাম মধুমতি’, ‘চিত্রা নদীর পাড়ে’, ‘জীবনঢুলী’, ‘রাবেয়া’, ‘লালন’, ‘লালসালু’ নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সোজন বাদিয়ার ঘাট’র চিত্রনাট্য রচনা ও পরিচালনায় থাকছেন তানভীর মোকাম্মেল। চিত্রগ্রহণ করবেন রাকিবুল হাসান। প্রধান সহকারী পরিচালক ও শিল্প নির্দেশকের দায়িত্ব পালন করবেন উত্তম গুহ। সম্পাদনা করবেন মহাদেব শী, আর আবহসঙ্গীত পরিচালনা করবেন সৈয়দ সাবাব আলী আরজু।
পল্লীকবির মেয়ে হাসনা জসীমউদদীন মওদুদ সিনেমাটির সহপ্রযোজনা করছেন জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সিনেমাটিতে কাস্টিং ডিরেক্টর ও পোশাক পরিকল্পনা করবেন চিত্রলেখা গুহ। সহকারী পরিচালক থাকবেন সাবাব আলী আরজু, সগীর মোস্তফা ও রানা মাসুদ।