একজনের মন্তব্য, “ভাইজান বুড়ো হচ্ছেন।”
Published : 03 Sep 2024, 10:20 AM
বলিউডে যাকে চিরতরুণ বলা হয় সেই নায়ক সালমান খানকে একটি অনুষ্ঠানে পাওয়া গেছে কিছুটা বেকায়দা অবস্থায়।
সংবাদ প্রতিদিন লিখেছে, অনুষ্ঠানে সালমানকে দেখা গেল অস্বস্তি নিয়ে বসে আছেন তিনি। মনে হচ্ছিল বুকে ব্যথা। ঠিকমত নড়া-চড়াও করতে পারছেন না।
জানা গিয়েছে, পাঁজরে চোট পেয়েছেন সালমান খান। তবে শারীরিক পরিস্থিতি যেমনই হোক না কেন, কর্তব্যে তিনি অবিচল। তাই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের স্ত্রী সমাজকর্মী আম্রুতা ফড়নবিসের আমন্ত্রণ পেয়ে শিশুদের একটি অনুষ্ঠানে আসেন সালমান।
সেই একই অনুষ্ঠানে হাজির ছিলেন সোনালি বেন্দ্রেও। অভিনেত্রীকে অভিবাদন জানাতে যেই উঠতে যাবেন, ঠিক তখনই আবার বিপত্তি। বুকের ব্যথায় বসে পড়েন সালমান।
#SalmanKhan Bhai is suffering from serious Rib Injury, get well soon Bhai, your health and happiness matters the Most 🙏❣️
— MASS (@Freak4Salman) August 28, 2024
ভিডিওতে দেখা যায় অনুষ্ঠানের সঞ্চালক বলে ওঠেন এতটা শারীরিক কষ্ট নিয়েও সালমান অনুষ্ঠানে এসেছেন শুধু তার কথা রাখতে।
সালমানের এই ভিডিও ছড়িয়ে পড়তে অনেকে মন্তব্য করেছেন, “যাই হয়ে যাক না কেন, সালমন ভাই কথা রাখেন।”
“সালমনভাই যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন”, লিখেছেন একজন।
আরেকজনের মন্তব্য, “ভাইজান বুড়ো হচ্ছেন।”
তবে সেই অনুষ্ঠান থেকেই আরেকটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে সালমানকে এই অবস্থাতেও নাচতে দেখা গিয়েছে যা দেখে অনুরাগীরা ভাইজানকে ‘আহত বাঘ’ বলেও সম্বোধন করেছেন।