জলবায়ু তহবিল অপর্যাপ্ত মন্তব্য করে তিনি বলেন, “এই টাকা দিয়ে ফেনী সামলাব, না নোয়াখালী সামলাব, না শেরপুর সামলাব?”
Published : 20 Oct 2024, 07:53 PM
যেসব বাজার পলিথিন মুক্ত হবে, সেগুলোকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার ঢাকার পরিবেশ অধিদপ্তরে ব্যবসায়ী মালিক সমিতির সঙ্গে একটি মত বিনিময়ে তিনি এ কথা বলেন।
অক্টোবর থেকে দেশের সুপারশপে এবং নভেম্বর থেকে বাজারে পলিথিনের ব্যবহার নিষিদ্ধের ঘোষণা আছে পরিবেশ মন্ত্রণালয়ের।
উপদেষ্টা বলেন, “পলিথিন ব্যাগ উৎপাদন, পরিবহন, বিপণন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। এর বিকল্প হিসেবে পাট ও চটসহ পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহার করতে হবে। শিক্ষার্থীরা এই কাজে উদ্বুদ্ধ ও সহায়তা করবে।
“৩১ ডিসেম্বরের মধ্যে রাজধানীর পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ মুক্ত বাজারকে পুরস্কার দেওয়া হবে।”
পলিথিনকে পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উল্লেখ করে তিনি বলেন, “এই নিষেধাজ্ঞা কার্যকর করতে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। সরকার এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং আমরা চাই ব্যবসায়ীরা এ উদ্যোগে অংশীদার হোক।”
জলবায়ু পরিবর্তন: বাংলাদেশ ‘শক্ত’ অবস্থান নেবে
উপদেষ্টা এদিন অধিদপ্তরে আরও একটি সেমিনারে বক্তব্য রাখেন।
আগামী ১১ থেকে ২২ নভেম্বর আজারবাইজানের বাকুতে যে জলবায়ু সম্মেলন (কপ-২৯) হতে যাচ্ছে সে বিষয়ে এর আয়োজন করা হয়।
রিজওয়ানা বলেন, কপ-২৯ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে অভিযোজনের জন্য পর্যাপ্ত টাকা আদায়ের করতে বাংলাদেশের অবস্থান শক্ত থাকবে বলে।
“আমাদের শক্ত অবস্থান থাকবে বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখা, আমাদের শক্ত অবস্থান থাকবে অভিযোজনে পর্যাপ্ত পরিমাণ টাকা দেওয়ার জন্য, আর এই টাকা দিতে তারা যত দেরি করবে আমাদের টাকার চাহিদা তত বাড়তে থাকবে।”
উন্নত দেশগুলো যদি টাকার জোগান দেয়, তাহলে বাংলাদেশ ‘অসহায়ত্ব থেকে’ উঠে আসবে মন্তব্য করে রিজওয়ানা বলেন, তবে জলবায়ু ন্যায়বিচার খুব সহজে হয়ে যাবে তা বলা যাচ্ছে না।
“সবকিছুর ফোকাসে যদি জলবায়ুর ন্যায়বিচার থাকে, প্যারিস চুক্তিতেও জলবায়ু ন্যায়বিচার শব্দটা আছে- সেটাই যদি আমরা অন্তরে ধারণ করতাম তাহলে তো টাকা পয়সা নিয়ে এত দরকষাকষি করতে হত না।”
এবারের বন্যাকে ভয়াবহ বন্যা মানুষ আগে দেখেনি মন্তব্য করে উপদেষ্টা বলেন, “ভবিষ্যতে দেশের অবস্থা আরও খারাপ হতে পারে। ফলে উচ্চাভিলাসী প্রশমনের কথা বলতে হবে সম্মেলনে, যেখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।”
বাজেটে ১০০ কোটি টাকার জলবায়ু তহবিল অপর্যাপ্ত মন্তব্য করে তিনি বলেন, “এই টাকা দিয়ে ফেনী সামলাব, না নোয়াখালী সামলাব, না শেরপুর সামলাব?
আমাদের যে একটা ক্লাইমেট চেইঞ্জ টাস্ট ফান্ড আছে, সেটার সর্বোচ্চ সদ্ব্যবহার করতে হবে।”
ফেনী, নোয়াখালী, শেরপুরে বন্যায় বিপর্যয় নিয়ে তথ্যচিত্র তৈরি করে কপ সম্মেলনে দেখানো হবে বলেও জানান রিজওয়ানা।
“যাতে বিশ্বের জনগণ বুঝতে পারে আমরা কোন অবস্থায় আছি।“